Premananda Maharaj and Raj Kundra: প্রেমানন্দ মহারাজের ২ টি কিডনিই নষ্ট, রাজ বললেন তিনি দিতে চান কিডনি, তারপর যা হল তোলপাড় নানা মহল

Last Updated:

Bollywood Gossip: শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা দেখা করেন প্রেমানন্দ মহারাজের সঙ্গে

প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা
প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা
মুম্বই: বিনোদন জগতের মানুষদের সকলে যেমন মাথায় করে রাখে, ঠিক তেমনিই তাঁদের যে কোনও ভুলচুকের জন্য স্ক্যানারের নিচে ফেলে তাঁদের একেবারে তুলোধনা করে দেয়৷ আর ঠিক সেইরকম ভুলের জন্যেই কচুকাটা হচ্ছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা৷ স্ত্রী শিল্পা শেঠিকে নিয়ে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ কুন্দ্রা। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই কথোপকথনের সময় রাজ প্রেমানন্দ মহারাজকে তার একটি কিডনি দান করার কথা বলেছিলেন।
প্রেমানন্দ মহারাজের দুটি কিডনিই খারাপ হয়ে গেছে৷ শুধু  ভারতেই নয়, বিদেশেও প্রেমানন্দ মহারাজের প্রচুর ভক্ত রয়েছেন৷ শিল্পার স্বামী কিডনি দিতে চাওয়ার প্রস্তাবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তাঁকে প্রচুর ট্রোল করা শুরু হয়৷ নেটিজেনরা  এটিকে পিআর স্টান্টও বলেছিল। এখন রাজ এই বিষয়ে তাঁর নীরবতা ভেঙেছেন এবং  ট্রোলারদের উপযুক্ত জবাব দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
রাজ X-এ লিখেছেন- ‘আমরা যে পৃথিবীতে বাস করি, এটা খুবই অদ্ভুত এক পৃথিবী। যখন কেউ তার শরীরের একটি অংশ কাউকে দিতে চায় যাতে অন্য কারো জীবন বাঁচানো যায়, তখন মানুষ এটাকে পিআর স্টান্ট বলে।’ যদি কাউকে সাহায্য করা বা সাহায্যের হাত বাড়ানো একটা স্টান্ট হয়, তাহলে বিশ্ব আশা করে যে এটি আরও বেশি কিছু দেখবে। যদি মানবতা একটি কৌশল হয়, তাহলে আমি চাই সবাই এটি গ্রহণ করুক, আমি মানুষের দ্বারা লাগানো লেবেলগুলিকে সংজ্ঞায়িত করছি না।
advertisement
advertisement
রাজ কুন্দ্রা আরও লিখেছেন- ‘আমার অতীত আমার বর্তমানের জিনিসগুলিকে বাতিল করতে পারে না। আমার উদ্দেশ্য তোমার নিন্দুক স্বভাবের সঙ্গে নয়। সমালোচনা কম করো এবং বেশি ভালোবাসো। তুমি এমনকি কারো জীবন বাঁচাতে পারো। রাধে রাধে।’
প্রেমানন্দ মহারাজের দুটি কিডনিই অকার্যকর।
গত ১০ বছর ধরে প্রেমানন্দ মহারাজের দুটি কিডনিই অকার্যকর। রাজ এবং শিল্পা প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করতে বৃন্দাবনে পৌঁছানোর সাথে সাথেই তাদের সাক্ষাতের ভিডিওটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তারা দুজনেই কেবল প্রেমানন্দ মহারাজের আশীর্বাদই নেননি, রাজ কুন্দ্রা মহারাজ জীকে তার একটি কিডনিও দান করেছিলেন। মহারাজ জী তার সেবার মনোভাবের প্রশংসা করেছিলেন এবং আরও বলেছিলেন যে তিনি ভালো আছেন। আপনাকে জানিয়ে রাখি, অনেক বলিউড সেলিব্রিটি মহারাজ জীকে দেখা করতে গেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Premananda Maharaj and Raj Kundra: প্রেমানন্দ মহারাজের ২ টি কিডনিই নষ্ট, রাজ বললেন তিনি দিতে চান কিডনি, তারপর যা হল তোলপাড় নানা মহল
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement