হোম /খবর /বিনোদন /
ওস্তাদ গুলাম আলির গজল গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন প্রতিভা সিং বঘেল

ওস্তাদ গুলাম আলির গজল গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন প্রতিভা সিং বঘেল, ভিডিও ভাইরাল

মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়েছে বিদ্যুতের গতিতে

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে প্রতিভা বঘেলের সুরেলা কন্ঠে ৷ তাঁর নাম আর নতুন করে বলার কিছুই নেই ৷ তিনি এই মুহূর্তে বলিউডের অন্যমত গায়িকা ৷ মধ্যপ্রদেশের রেওয়ায় জন্ম হয়েছে প্রতিভার ৷ তবে রেওয়া থেকে মু্ম্বই এই যাত্রা খুব একটি সহজ বা মসৃণ যাত্রা ছিলনা ৷ গানের আরাধানা করে বিভিন্ন অনুষ্ঠান, সঙ্গীত বিষয়ক রিয়্যালিটি শো তিনি সবার নজর কেড়েছেন ৷

    তাঁর কন্ঠস্বর মাত করেছে ইশক, বলিউড ডায়েরিজ, শ্রোগুল, হাম্পটি শর্মা কী দুলহনিয়া, জিদ ও বাবা রামসা পীর ছবিতে তিনি গান গেয়ে বিশেষ পরিচিত হয়েছেন ৷ এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে লতা মঙ্গেশকর অলঙ্করন অ্যাওয়ার্ড ২০১৮, তিনি শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রেও জাতীয় পুরস্কার পেয়েছেন, ২০০৯ সালে সারেগামাপা-র ফাইনালিস্ট ছিলেন ৷ একই সঙ্গে সেবার শঙ্কর মহাদেবনের ঘরানাকে চ্যালেঞ্জও করেছেন তিনি ৷ ২০১৪ সালে একটি সর্বভারতীয় চ্যানেলের রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছিলেন ৷ এছাড়াও অন্য রিয়্যালিটি শোতে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে ৷

    সম্প্রতি প্রতিভা সিং বঘেলের একটি গান ফেসবুকে ঝড় তুলেছে ৷ তিনি ওস্তাদ গুলাম আলি খাঁয়ের একটি গজল গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন ৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই গান ৷

    First published:

    Tags: Ghulam Ali, Pratibha Singh Baghel, Viral Video