৯ রাত না খেয়ে বানানো 'দোস্তজী'র লক্ষাধিক টিকিট বিক্রি হতে চলেছে! বিস্ময়ে প্রসূন

Last Updated:

চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রথম সপ্তাহে তাঁর ছবির প্রায় ২৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে মোট ৬০ হাজারে। তৃতীয় সপ্তাহের শেষে মোট সংখ্যা নাকি লক্ষাধিক হবে।

#কলকাতা: বাংলা ছবির পাশে দাঁড়ানোর ধরন কি তবে বদলাতে শুরু করেছে? লোকমুখে প্রশংসা অনামজাদা ছবিরও ভাগ্য বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। সাম্প্রতিককালে বেশ কয়েকটি ছবি সে কথাই প্রমাণ করল। প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজী' থেকে শুরু করে 'ঝিল্লি', সৌরীশ দের 'জুতো' থেকে শুরু করে তথাগত মুখোপাধ্যায়ের 'গোপনে মদ ছাড়ান'। তাবড় তাবড় তারকা বা বড় প্রযোজনা সংস্থার সমর্থন না থাকলেও মানুষ ছবি দেখছেন। তা প্রেক্ষাগৃহে গিয়েই হোক বা অন্য কোনও ভাবে। সম্প্রতি 'দোস্তজী'র বক্স অফিসের হিসেব দেখে আনন্দিত, বিস্মিত প্রসূন।
নিউজ18 বাংলাকে তিনি জানালেন, চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞদের কাছ থেকে তিনি যা খবর পেয়েছেন, প্রথম সপ্তাহে তাঁর ছবির প্রায় ২৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে মোট ৬০ হাজারে। তৃতীয় সপ্তাহের শেষে মোট সংখ্যা নাকি লক্ষাধিক হবে। প্রেক্ষাগৃহের শো-টাইমের সংখ্যাটাও সপ্তাহে সপ্তাহে বেড়েছে। প্রথম সপ্তাহে ২৬টি শো ছিল, দ্বিতীয় সপ্তাহে ছিল ৩৯টি শো, তৃতীয় সপ্তাহে ৬৪টি শো।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার ডোমকলের দুই খুদে শিশুর অটুট বন্ধুর গল্প থেকে বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। মুক্তির আগেই এই সিনেমার ঝুলিতে এসেছে ৮টি আন্তর্জাতিক পুরস্কার। ২৬টি দেশে তাদের অভিনীত সিনেমা দেখানো হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুরের বাসিন্দা আরিফ সেখ ও আশিক সেখের অভিনয় নজর কেড়েছে দর্শকদের। ছবির তিন খুদে অভিনেতা-অভিনেত্রীর সংসারে নুন আনতে পান্তা ফুরায়, সম্প্রতি তিনজনকেই দ্বাদশ শ্রেণি অবধি হোস্টেলে রেখে পড়াশোনার দায়িত্ব নিয়েছে জঙ্গীপুরের একটি বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার পরিচালকের উপস্থিতিতে ওই তিনজনকে স্কুলে ভর্তি করা হয়। বহু দিন ধরেই বিভিন্ন স্কুলে খুদেদের ভর্তি করানোর চেষ্টা করছিলেন প্রসূন। সেই আবেদনে সাড়া দিয়েছে মফসসলের ওই স্কুল।
advertisement
আর তাদের নিয়ে ছবি বানাতে গিয়েও প্রবল অনটনের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে প্রসূনকে। যদিও পরিচালক সে সব লড়াইতে আলোকপাত করতে চান না। তাঁর কথায়, ''সিনেমা দেখে মানুষের ভাল লেগেছে, এই বড়। লড়াই তো প্রত্যেকেরই আছে। তবে হ্যাঁ, আমরা ঠিক করেছিলাম, না খেয়ে থাকতে হলেও ছবিটি শেষ করব। মোট ৬০ দিনের আউটডোর শ্যুট ছিল। টাকা ফুরিয়ে গিয়েছিল। গোটা শ্যুটিং শিডিউল প্রায় ৮-৯ রাত পরিচালককে না খেয়ে ছিলাম। শুধু আমি না, ইউনিটের অনেকেই এতটাই কষ্ট করেছেন।''
advertisement
তবে ছবিতে বড় তারকা নেই বলে ছবির বাজেট কম, এমন ধারণা করাটা ভুল। যে কোনও তারকাখচিত বড় বাজেটের ছবির মতোই খরচ হয়েছে 'দোস্তজী' বানাতে। তবে প্রসূন আশাবাদী, মানুষের ছবি ভাল লেগেছে, নানা পন্থায় সেই টাকা উঠে আসবে। তাই খাতায় কলমে এই ছবিকে 'হিট' তকমা দিতে আপত্তি নেই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
৯ রাত না খেয়ে বানানো 'দোস্তজী'র লক্ষাধিক টিকিট বিক্রি হতে চলেছে! বিস্ময়ে প্রসূন
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement