Prasenjit Chatterjee: বাবার জন্মদিনে মনের কথা বললেন প্রসেনজিৎ, বিশ্বজিৎকে নিয়ে ফিরে গেলেন শৈশবে! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Prasenjit Chatterjee: বাবার জন্মদিনে বিশেষ ভিডিও শেয়ার করে মনের কথা জানালেন প্রসেনজিৎ।
কলকাতা: আজ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ৮৭ বছরের জন্মদিন। বাংলা থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপানো অভিনেতা বিশ্বজিৎ। তাঁর ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সকলের প্রিয় বুম্বা কি আর মনের কথা না বলে থাকতে পারেন? বাবার জন্মদিনে বিশেষ ভিডিও শেয়ার করে মনের কথা জানালেন প্রসেনজিৎ।
ফিরে গেলেন শৈশবে, সাদা-কালো থেকে রঙিন স্মৃতিতে ডুব দিলেন বুম্বা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছবির কোলাজ শেয়ার করেছেন প্রসেনজিৎ। সেখানে কখনও দেখা যাচ্ছে ছোট্ট ‘বুম্বা’ কে সাইকেল চালানো শেখাচ্ছেন বিশ্বজিৎ, কখনও আবার মঞ্চে, মাইক হাতে বাবা ছেলের যুগলবন্দি।
আরও পড়ুন: ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই
এই কোলাল পোস্ট করে প্রসেনজিৎ তাতে লিখেছেন, ‘প্রত্যেকটা বছর তোমার বয়স কমে যাচ্ছে.. শুভ জন্মদিন বাবা। আমার ওপর তোমার বিশ্বাস রোজ আমায় উজ্জীবিত করে। খুব ভাল থেকো।’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: গলায় রণবীরের কামড়ের দাগ, বেডসিন বিতর্ক, রশ্মিকাকে হাটিয়ে জাতীয় ‘ক্রাশ’ এখন তৃপ্তি দিমরি! চেনেন?
কাজের সূত্রে বেশিরভাগ সময়েই কলকাতায় থাকতে হয় প্রসেনজিৎতে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পাকাপাকি ভাবে মুম্বইয়ের বাসিন্দা। সবসময় একসঙ্গে সময় কাটানো হয় না বাবা-ছেলের। তবে একাধিক সাক্ষাৎকারে নিজের বাবার কথা, স্মৃতির কথা বলেছেন প্রসেনজিৎ। বাবার জন্মদিনেও ফের একবার তাঁর প্রতি গভীর ভালবাসার কথাই ব্যক্ত করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Location :
Kolkata,West Bengal
First Published :
December 14, 2023 6:02 PM IST