Prabhu Deva becomes a father at 50: সন্তানের জন্ম দিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী, ৫০ বছর বয়সে চতুর্থবার বাবা হলেন প্রভুদেবা

Last Updated:

Prabhu Deva becomes a father at 50: প্রথম স্ত্রী রামলতাকে ডিভোর্সের ৯ বছর পর ২০২০ সালে ডক্টর হিমানিকে বিয়ে করেন প্রভুদেবা৷ দ্বিতীয় বিয়ে দীর্ঘ দিন গোপন রেখেছিলেন তাঁরা৷

৫০ বছর বয়সে পৌঁছে ফের পিতৃত্বের স্বাদ পেলেন প্রভুদেবা
৫০ বছর বয়সে পৌঁছে ফের পিতৃত্বের স্বাদ পেলেন প্রভুদেবা
মুম্বই : ৫০ বছর বয়সে পৌঁছে ফের পিতৃত্বের স্বাদ পেলেন প্রভুদেবা৷ বলিউডের নামী কোরিয়োগ্রাফার তথা পরিচালকের দ্বিতীয় পক্ষের স্ত্রী ডক্টর হিমানি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন৷ সংবাদমাধ্যমে এ খবরে শিলমোহর দিয়েছেন প্রভুদেবা নিজেই৷ এই নিয়ে চতুর্থ বার বাবা হলেন তিনি৷ প্রথম পক্ষের স্ত্রী রামলতা এবং প্রভুদেবার তিনটি পুত্রসন্তান ছিল৷ সবথেকে বড় ছেলে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান ২০০৮ সালে৷ বাকি দুই ছেলে থাকে রামলতার সঙ্গে৷
শিল্পীর কথায়, ‘‘হ্যাঁ, এটা সত্যি৷ ৫০ বছরে পৌঁছে আমি ফের বাবা হয়েছি৷ আমার খুবই আনন্দ লাগছে৷’’ তিনি আরও জানান যে এ বার কাজের চাপ কমিয়ে এ বার পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাবেন৷ বলেছেন, ‘‘আমি ইতিমধ্যেই কাজের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি৷ আমার মনে হয়েছিল কাজের চাপে ছুটে বেড়াচ্ছি৷ এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই৷’’
advertisement
advertisement
প্রথম স্ত্রী রামলতাকে ডিভোর্সের ৯ বছর পর ২০২০ সালে ডক্টর হিমানিকে বিয়ে করেন প্রভুদেবা৷ দ্বিতীয় বিয়ে দীর্ঘ দিন গোপন রেখেছিলেন তাঁরা৷ চলতি বছর এপ্রিলে প্রভুদেবার ৫০ তম বছরের জন্মদিনে একটি ভিডিও-তে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান হিমানি৷
advertisement
আরও পড়ুন :  নায়িকার সঙ্গে পরকীয়ায় ভাঙে ১৬ বছরের দাম্পত্য, স্থায়ী হয়নি সেই প্রেমও, সন্তানশোকে দগ্ধ হন প্রভুদেবা
ভিডিও-তে দেখা যায়, হিমানি জানাচ্ছেন গত তিন বছর তাঁরা একসঙ্গে আছেন৷ তাঁদের একসঙ্গের যাত্রাকে ‘অপূর্ব’ বলে বর্ণনা করেন তিনি৷ শৃঙ্খলাবদ্ধ প্রভু দেবার পরিশ্রম করার মানসিকতা তাঁকে মুগ্ধ করেছে৷ এক জন ব্যক্তি কী করে একইসঙ্গে মজাদার, যত্নশীল এবং প্রেমিক হতে পারেন, সেটা প্রভু দেবাকে দেখলেই বোঝা যায় বলে মত হিমানির৷ তাঁর রসিকতাবোধ ও উপস্থিতি মন ভাল করে দেয় হিমানির৷ প্রভু দেবার স্ত্রী হিসেবে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prabhu Deva becomes a father at 50: সন্তানের জন্ম দিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী, ৫০ বছর বয়সে চতুর্থবার বাবা হলেন প্রভুদেবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement