অনুষ্কাকে নয়, এই মেয়েকেই বিয়ে করছেন বাহুবলি প্রভাস !

Last Updated:

বক্স অফিসে ঝড় তুলেছিল এস রাজা মৌলির ছবি বাহুবলি ও বাহুবলি ২ !

#চেন্নাই: বক্স অফিসে ঝড় তুলেছিল এস রাজা মৌলির ছবি বাহুবলি ও বাহুবলি ২ ! আর ছবির সঙ্গে আট থেকে আশির নারীর হৃদয়েও ঝড় তুলেছিলেন ছবির বাহুবলি প্রভাস ! এই ছবির পর থেকেই গোটা দেশ, দুনিয়ার হেন কোনও নারী নেই, যে কিনা প্রভাসের প্রেমে পাগল হননি ৷ কিন্তু প্রভাস কার প্রেমে পাগল? তা নিয়ে সিনে মহলে নানা গুঞ্জন, নানা গল্প-গাঁথা !
advertisement
রটে গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গেই নাকি বিয়ে করবেন প্রভাস ৷ তাঁদের দু’জনের প্রেমের পরিণতি নাকি ঘটবে সিনেপর্দার বাইরেও ৷ তবে আপাতত সেই গুজব ইতি৷ শোনা যাচ্ছে, অনুষ্কা শেট্টি নয়, বরং দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিবীর ভাগ্নির  সঙ্গেই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস !
advertisement
তবে এই খবর নিয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি প্রভাস ৷ অন্যদিকে চিরঞ্জিবী এই খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন !
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুষ্কাকে নয়, এই মেয়েকেই বিয়ে করছেন বাহুবলি প্রভাস !
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement