Actor Death: আর শেষরক্ষা হল না...! আচমকা চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, শোকে পাথর ফিল্ম ইন্ডাস্ট্রি

Last Updated:

Actor Death: ফের নক্ষত্রপতন৷ বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া৷ প্রয়াত হলেন অভিনেতা গেইলার্ড সার্টেইন৷

News18
News18
ফের নক্ষত্রপতন৷ বিনোদন জগতে নেমে এল গভীর শোকের ছায়া৷ প্রয়াত হলেন অভিনেতা গেইলার্ড সার্টেইন৷ ‘হি হাও’- তে প্রায় ২০ বছর ধরে কাজ করা, জিম ভার্নির সঙ্গে আর্নেস্টের তিনটি ছবিতে অভিনয় করা এবং দ্য বাডি হলি স্টোরি এবং মিসিসিপি বার্নিং – এ নাট্যকারত্বের প্রতিভা প্রদর্শন করা অত্যন্ত মজার চরিত্র অভিনেতা গেইলার্ড সার্টেইন আর নেই। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর৷
বৃহস্পতিবার ওকলাহোমার তুলসায় তাঁর নিজের বাড়িতেই সার্টেইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ অভিনেতার স্ত্রী ম্যারি জো সার্টেইন দ্য হলিউড রিপোর্টারকে এই শোকসংবাদের কথা জানিয়েছেন৷
অ্যালান রুডলফ পরিচালিত নয়টি ছবিতে সার্টেইন অভিনয় করেন অভিনেতায৷ রোডি (১৯৮০), এন্ডেঞ্জারড স্পিসিস (১৯৮২), চুজ মি (১৯৮৪), সংরাইটার (১৯৮৪), ট্রাবল ইন মাইন্ড (১৯৮৫), মেড ইন হেভেন (১৯৮৭), দ্য মডার্ন্স (১৯৮৮), লাভ অ্যাট লার্জ (১৯৯০) এবং ইকুইনক্স (১৯৯২)। তিনি দ্য জার্ক (১৯৭৯) এবং অল অফ মি (১৯৮৪) ছবিতে কার্ল রেইনারের ভূমিকায় , দ্য আউটসাইডার্স (১৯৮৩) ছবিতে ফ্রান্সিস ফোর্ড কপোলার ভূমিকায় , দ্য গ্রিফটার্স (১৯৯০) ছবিতে স্টিফেন ফ্রিয়ার্সের ভূমিকায়, ফ্রাইড গ্রিন টমেটোস (১৯৯১) ছবিতে জন অ্যাভনেটের ভূমিকায় এবং আলি (২০০১) ছবিতে মাইকেল মানের ভূমিকায় অভিনয় করেছিলেন ।
advertisement
advertisement
১৯৭২ সালে, সার্টেইন সিন্ডিকেটেড কান্ট্রি ভ্যারাইটি শো হি হাও-এর কাস্টে যোগ দেন এবং পরবর্তী দুই দশক ধরে লুলু’স ট্রাক স্টপের রাঁধুনি অরভিল এবং গর্ডি’স জেনারেল স্টোরের অযোগ্য কেরানি মেইনার্ডের মতো চরিত্রে অভিনয় করেন ।
advertisement
সার্টেইন একটি স্থানীয় টিভি অনুষ্ঠান দিয়ে তার যাত্রা শুরু করেন যেখানে বুসিও কাজ করতেন, এবং তিনি দ্য বাডি হলি স্টোরি (১৯৭৮) -এ সঙ্গীতশিল্পী-ডিজে জেরি ‘দ্য বিগ বপার’ রিচার্ডসনের ভূমিকায় প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন, যেখানে বুসি রক ‘এন’ রোলের পথিকৃৎ হিসেবে অভিনয় করেন। পরবর্তীতে অ্যালান পার্কারের মিসিসিপি বার্নিং (১৯৮৮) ছবিতে একজন ভয়ঙ্কর বর্ণবাদী শেরিফ হিসেবে সার্টেইন স্মরণীয় হয়ে ওঠেন , যা তিনি তার কেরিয়ারের একটি মাইলফলক বলে উল্লেখ করেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Death: আর শেষরক্ষা হল না...! আচমকা চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, শোকে পাথর ফিল্ম ইন্ডাস্ট্রি
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement