Durga Puja 2025: সীমান্ত শহরে সেরার সেরা তালিকায় রয়েছে এই পুজোগুলি, উপচে পড়ছে মানুষের ঢল, দেখুন একনজরে

Last Updated:
Durga Puja 2025: সীমান্ত শহরে এবার সেরার সেরা তালিকায় এই পুজো গুলিতে বিশেষ নজর। ভিড় সামলাতে আগে থেকেই পুলিশি নজরদারি ও নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে বনগাঁ জুড়ে।
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: সন্ধ্যা নামতেই উপচে পড়ছে ভিড় সীমান্ত শহর বনগাঁয়। আট থেকে আশি সকল বয়সের মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠছে, পুজো মন্ডপ গুলি
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: সন্ধ্যা নামতেই উপচে পড়ছে ভিড় সীমান্ত শহর বনগাঁয়। আট থেকে আশি সকল বয়সের মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠছে, পুজো মন্ডপগুলি৷
advertisement
2/6
এবছর বনগাঁ মহকুমায় আয়োজিত হয়েছে প্রায় ন’ হাজারের বেশি দুর্গোৎসব। শুধুমাত্র বনগাঁ পুরসভা এলাকাতেই পুজোর সংখ্যা ১০৯টি, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি
এবছর বনগাঁ মহকুমায় আয়োজিত হয়েছে প্রায় ন’ হাজারের বেশি দুর্গোৎসব। শুধুমাত্র বনগাঁ পুরসভা এলাকাতেই পুজোর সংখ্যা ১০৯টি, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি৷
advertisement
3/6
এর মধ্যে বেশ কয়েকটি বড় বাজেটের পুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। শহরের রাস্তাঘাটও আলোকসজ্জায় সেজে উঠেছে। বনগাঁর অন্যতম আকর্ষণ আয়রন গেট স্পোর্টিং ক্লাব ও প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে প্রতিদিনই নামছে মানুষের ঢল
এর মধ্যে বেশ কয়েকটি বড় বাজেটের পুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। শহরের রাস্তাঘাটও আলোকসজ্জায় সেজে উঠেছে। বনগাঁর অন্যতম আকর্ষণ আয়রন গেট স্পোর্টিং ক্লাব ও প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে প্রতিদিনই নামছে মানুষের ঢল৷
advertisement
4/6
সন্ধ্যা নামতেই রেটপাড়া স্পোর্টিং ক্লাব, ঐক্য সম্মিলনী, ৩ নম্বর টালিখোলা, অভিযান সঙ্ঘ, গান্ধীপল্লি বিবেকানন্দ ক্লাবের মতো পুজো মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। হাওয়া অফিস নবমী ও দশমীতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় আগেভাগেই মানুষজন রাস্তায় নেমে পূজোর আনন্দ চুটিয়ে উপভোগ করে নিচ্ছেন
সন্ধ্যা নামতেই রেটপাড়া স্পোর্টিং ক্লাব, ঐক্য সম্মিলনী, ৩ নম্বর টালিখোলা, অভিযান সংঘ, গান্ধীপল্লি বিবেকানন্দ ক্লাবের মতো পুজো মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। হাওয়া অফিস নবমী ও দশমীতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় আগেভাগেই মানুষজন রাস্তায় নেমে পূজোর আনন্দ চুটিয়ে উপভোগ করে নিচ্ছেন৷
advertisement
5/6
ভিড় সামলাতে আগে থেকেই পুলিশি নজরদারি ও নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে বনগাঁ জুড়ে। শহরের মোড়ে মোড়ে রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হচ্ছে দর্শনার্থীদের সুবিধার্থে
ভিড় সামলাতে আগে থেকেই পুলিশি নজরদারি ও নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে বনগাঁ জুড়ে। শহরের মোড়ে মোড়ে রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হচ্ছে দর্শনার্থীদের সুবিধার্থে৷
advertisement
6/6
অন্যদিকে, বনগাঁ শহরের পাশাপাশি বাগদা, গাইঘাটা ও গোপালনগরের বিভিন্ন মণ্ডপেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে
অন্যদিকে, বনগাঁ শহরের পাশাপাশি বাগদা, গাইঘাটা ও গোপালনগরের বিভিন্ন মণ্ডপেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে৷
advertisement
advertisement
advertisement