Ed Sheeran-Arijit Singh: কলকাতায় পা রেখেই জিয়াগঞ্জে ছুটলেন এড শিরন, ব্রিটিশ পপস্টারকে নিয়ে কোথায় গেলেন অরিজিৎ সিং?

Last Updated:

Ed Sheeran-Arijit Singh: ভারতে শো- করতে এসে বন্ধুর সঙ্গে দেখা করবেন না এমনটা হয় নাকি৷ যেমন ভাবা তেমনই কাজ৷ বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরন এসে পৌঁছালেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আর এক বিশ্বখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে।

News18
News18
মুর্শিদাবাদ: বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরন এসে পৌঁছালেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আর এক বিশ্বখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে। এর আগে একাধিকবার ভারত সফরে এসেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরন।
ভারতে শো- করতে এসে বন্ধুর সঙ্গে দেখা করবেন না এমনটা হয় নাকি৷ যেমন ভাবা তেমনই কাজ৷ সোমবার বেঙ্গালুরু থেকে কলকাতায় পা রেখেই অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আসলেন তিনি। সোমবার সকালে অরিজিৎ সিংয়ের বাড়িতে এসে পৌঁছান ব্রিটিশ পপস্টার।
advertisement
advertisement
বিশ্বখ্যাত পপ সিঙ্গার তার নিজের বাড়িতে আসায় অত্যন্ত খুশি প্রকাশ করেন অরিজিৎ সিং। এরপর বিকেলে নিজের স্কুটিতে করেই এড শিরানকে নিয়ে বেড়িয়ে পড়েন অরিজিৎ। পড়ন্ত বিকেলে শিবপুর ঘাট থেকে একসঙ্গে ভাগীরথী বক্ষে নৌকাভ্রমনে বেড়ালেন দু’জনে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই লন্ডনে র কনসার্টে এড শিরনের সঙ্গে মঞ্চ শেয়ার করেন অরিজিৎ৷ মার্কিন মুলুকে দুই গায়কের যুগলবন্দিতে মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা৷ সেখান থেকেই তাদের বন্ধুত্ব নজর কেড়েছিল অনুরাগীদের৷ এবার তাতে শিলমোহর দিলেন পপস্টার৷
advertisement
প্রণব বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ed Sheeran-Arijit Singh: কলকাতায় পা রেখেই জিয়াগঞ্জে ছুটলেন এড শিরন, ব্রিটিশ পপস্টারকে নিয়ে কোথায় গেলেন অরিজিৎ সিং?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement