Poonam Pandey: ‘সব পাপ ধুয়ে ফেললাম...’, মহাকুম্ভে পুণ্যস্নান করলেন পুনম পান্ডে, ছবিও দিলেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পুনম তাঁর হাত জোড় করে প্রার্থনা করার একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি কালো কুর্তা পরেছেন, সাদা প্রিন্টও রয়েছে।
মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে মাঝেমধ্যেই উঠে আসেন চর্চায়। গত বছরেই নিজের মৃত্যুর খবর নিজে রটিয়েছিলেন তিনি। প্রায়ই থাকেন বিতর্কে। এ বার মহাকুম্ভে পুণ্যস্নান করতে প্রয়াগরাজে গেলেন অভিনেত্রী। সেই ছবি শেয়ারও করেছেন তিনি। পাশাপাশি পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন পুনম। নানা মুহূর্তের ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার সব পাপ ধুয়ে ফেললাম।’
advertisement
advertisement
মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশও করেছেন পুনম। তিনি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। তা সত্ত্বেও বহু মানুষ পুণ্যলাভের আশায় সেখানে পৌঁছে গিয়েছেন।’ শুধু পুনম নন, কুম্ভস্নানে গিয়েছেন আরও বহু তারকাও।
আরও পড়ুন: লিভ ইন করলে ভরতে হবে ১৬ পাতার ফর্ম, জানাতে হবে অতীত সম্পর্কের কথা! নতুন নিয়ম উত্তরাখণ্ডে
advertisement
পুনম তাঁর হাত জোড় করে প্রার্থনা করার একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি কালো কুর্তা পরেছেন, সাদা প্রিন্টও রয়েছে। পরে অভিনেত্রী আরও একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে ট্র্যাফিকের মধ্যে আটকে পড়তে থাকতে দেখা যায়।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 11:14 AM IST