German Singer Ram Ayenge Bhajan: দৃষ্টি নেই, ভাষা অচেনা, রাম মন্দির উদ্বোধনের আগে বিদেশি গায়িকার গলায় 'রাম আয়েঙ্গে' ভজন! মুগ্ধ মোদি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
German Singer Ram Ayenge Bhajan: ক্যাসান্দ্রা মেই স্পিটম্যান চোখে দেখতে পান না। তার পরেও সঙ্গীতের প্রতি তাঁর সাধনা বাধাপ্রাপ্ত হয়নি। কাসান্দ্রা কখনও ভারতে আসেননি, তা সত্ত্বেও এই দেশের একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।
অযোধ্যা: আর মাত্র কয়েক দিন বাকি। তার পরেই আগামী ২২ শে জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। তার আগেই অযোধ্যায় বাজছে ‘রাম আয়েঙ্গে’ ভজন। এর আগে স্বাতী মিশ্র নামে একজন গায়িকা গানটি গেয়েছিলেন। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রভূত জনপ্রিয়তা।
স্বাতী মিশ্রর মতো আরও একাধিক ভক্ত তাঁদের ভালবাসা প্রদর্শন করেছেন শ্রীরামের প্রতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের প্রশংসা করে সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ পোস্ট করেছেন।
The world is awaiting 22nd January! This rendition by Cassandra Mae Spittmann from Germany, whom I once referred to during #MannKiBaat, will make you very happy. #ShriRamBhajan https://t.co/4DYTmZSrU8
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
advertisement
advertisement
সম্প্রতি জার্মানির এক গায়িকাও তাঁর ভক্তি প্রদর্শন করলেন এই ভজন গেয়ে। আন্তর্জাতিক গায়িকার গলায় সেই গান শুনে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। গায়িকার দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, কিন্তু রাম মন্দির উদ্বোধনে নিজেকেও সামিল করেছেন তিনি।
advertisement
গায়িকার নাম, ক্যাসান্দ্রা মেই স্পিটম্যান। তিনি ‘রাম আয়েঙ্গে তো অঙ্গনা সাজাউঙ্গি’ গেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ছড়িয়ে পড়েছে চারদিকে। ২১ বছরের সেই গায়িকার এমন গায়কীতে মুগ্ধ প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’ অনুষ্ঠানে কাসান্দ্রার প্রশংসা করেছেন তিনি। তার পর সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করলেন প্রধানমন্ত্রী।
তিনি লেখেন, ’২২ জানুয়ারির জন্য অপেক্ষা করছে গোটা পৃথিবী। ভজনের এই সংস্করণটি জার্মান গায়িকা ক্যাসান্দ্রা মেই স্পিটম্যানের। ‘মন কি বাত’-এ এঁর কথাই উল্লেখ করেছিলাম একবার। আপনার খুবই ভাল লাগবে শুনে।’ পাশে হ্যাশট্যাগে লেখা ‘শ্রীরাম ভজন’।
advertisement
ক্যাসান্দ্রা মেই স্পিটম্যান চোখে দেখতে পান না। তার পরেও সঙ্গীতের প্রতি তাঁর সাধনা বাধাপ্রাপ্ত হয়নি। কাসান্দ্রা কখনও ভারতে আসেননি, তা সত্ত্বেও এই দেশের একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 3:06 PM IST