German Singer Ram Ayenge Bhajan: দৃষ্টি নেই, ভাষা অচেনা, রাম মন্দির উদ্বোধনের আগে বিদেশি গায়িকার গলায় 'রাম আয়েঙ্গে' ভজন! মুগ্ধ মোদি

Last Updated:

German Singer Ram Ayenge Bhajan: ক্যাসান্দ্রা মেই স্পিটম্যান চোখে দেখতে পান না। তার পরেও সঙ্গীতের প্রতি তাঁর সাধনা বাধাপ্রাপ্ত হয়নি। কাসান্দ্রা কখনও ভারতে আসেননি, তা সত্ত্বেও এই দেশের একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি; জার্মান গায়িকা
প্রধানমন্ত্রী মোদি; জার্মান গায়িকা
অযোধ্যা: আর মাত্র কয়েক দিন বাকি। তার পরেই আগামী ২২ শে জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। তার আগেই অযোধ্যায় বাজছে ‘রাম আয়েঙ্গে’ ভজন। এর আগে স্বাতী মিশ্র নামে একজন গায়িকা গানটি গেয়েছিলেন। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রভূত জনপ্রিয়তা।
স্বাতী মিশ্রর মতো আরও একাধিক ভক্ত তাঁদের ভালবাসা প্রদর্শন করেছেন শ্রীরামের প্রতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের প্রশংসা করে সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ পোস্ট করেছেন।
advertisement
advertisement
সম্প্রতি জার্মানির এক গায়িকাও তাঁর ভক্তি প্রদর্শন করলেন এই ভজন গেয়ে। আন্তর্জাতিক গায়িকার গলায় সেই গান শুনে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। গায়িকার দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, কিন্তু রাম মন্দির উদ্বোধনে নিজেকেও সামিল করেছেন তিনি।
advertisement
গায়িকার নাম, ক্যাসান্দ্রা মেই স্পিটম্যান। তিনি ‘রাম আয়েঙ্গে তো অঙ্গনা সাজাউঙ্গি’ গেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ছড়িয়ে পড়েছে চারদিকে। ২১ বছরের সেই গায়িকার এমন গায়কীতে মুগ্ধ প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’ অনুষ্ঠানে কাসান্দ্রার প্রশংসা করেছেন তিনি। তার পর সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করলেন প্রধানমন্ত্রী।
তিনি লেখেন, ’২২ জানুয়ারির জন্য অপেক্ষা করছে গোটা পৃথিবী। ভজনের এই সংস্করণটি জার্মান গায়িকা ক্যাসান্দ্রা মেই স্পিটম্যানের। ‘মন কি বাত’-এ এঁর কথাই উল্লেখ করেছিলাম একবার। আপনার খুবই ভাল লাগবে শুনে।’ পাশে হ্যাশট্যাগে লেখা ‘শ্রীরাম ভজন’।
advertisement
ক্যাসান্দ্রা মেই স্পিটম্যান চোখে দেখতে পান না। তার পরেও সঙ্গীতের প্রতি তাঁর সাধনা বাধাপ্রাপ্ত হয়নি। কাসান্দ্রা কখনও ভারতে আসেননি, তা সত্ত্বেও এই দেশের একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
German Singer Ram Ayenge Bhajan: দৃষ্টি নেই, ভাষা অচেনা, রাম মন্দির উদ্বোধনের আগে বিদেশি গায়িকার গলায় 'রাম আয়েঙ্গে' ভজন! মুগ্ধ মোদি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement