মহাভারত নিয়ে মন্তব্য, কমল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের
Last Updated:
মহাভারতকে নিয়ে বিতর্ক মন্তব্য করায় কমল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করল কট্টরপন্থী হিন্দু সংগঠন ৷
#চেন্নাই: মহাভারতকে নিয়ে বিতর্ক মন্তব্য করায় কমল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করল কট্টরপন্থী হিন্দু সংগঠন ৷ কমল হাসানের এই মন্তব্যে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হয়েছে বলে তামিলনাড়ুর তিরুনেলভেলির জেলা আদলাতে এই মামলা দায়ের হয়েছে ৷ জনস্বার্থ মামলাটি দায়ের করেছে হিন্দু মাক্কাল কাছি নামে এক সংগঠন ৷
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে কমল হাসান টেনে আনেন মহাভারতের কথা ৷ তিনি বলেন, ‘মহাভারতে জুয়া খেলার সময় পাঞ্চালিকে গুঁটি হিসেবে ব্যবহার করেছিলেন পাণ্ডবেরা ৷’ কমল হাসানের এই মন্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক ৷ এর আগেও জাল্লিকাট্টু নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন এই ভারতীয় অভিনেতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2017 7:00 PM IST