#মুম্বই: অনিল কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘ফন্নে খান’ ছবি পড়ল বিতর্কের মুখে ৷ বিতর্ক এমনই যে, সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হল বাসু ভগনানির ডিস্ট্রিবিউশন টিম পূজা এন্টারটেনমেন্ট ৷ জানা গিয়েছে, ছবির ডিস্ট্রিবিউশন নিয়ে প্রযোজকের সঙ্গে সমস্যার কারণেই এই বিতর্কের সূত্রপাত ঘটে ৷ সমাধান না দেখে, বাসু ভগনানির পূজা এন্টারটেনমেন্ট সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ৷ শুনানি হবে বুধবার ৷
‘ফন্নে খান’ ছবিটি এভরিবডিস ফেমাস নামে একটি বেলজিয়াম ছবির রিমেক ৷ মেয়েকে জনপ্রিয় গায়িকা বানাতে একজন বাবা কী কাণ্ড করে, তারই গল্প থাকবে ছবিতে ৷ ছবিতে অনিল ও ঐশ্বর্য ছাড়াও দেখা যাবে রাজকুমার রাওকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aishwarya Rai, Anil kapoor, Bollywood, Fanney khan