All We Imagine As Light in Cannes: কানে ইতিহাস তৈরি ভারতের পায়েলের! সেরার শিরোপা পেল তাঁর 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'

Last Updated:

All We Imagine As Light in Cannes: পায়েলের ছবিতে অভিনয় করেন ছায়া কদম, দিব্যা প্রভা, কানি কুসরুতি। কানে উপস্থিত ছিলেন তাঁরাও। অল উই ইমাজিন অ্যাজ লাইট সঙ্গেই প্রতিযোগিতায় ছিল আরও ২১টি ছবি।

কলকাতা: কানে ইতিহাস তৈরি করেছেন পায়েল কাপাডিয়া। তাঁর ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে ‘Le Grand Prix’ পুরস্কার জিতেছে। গত ৩০ বছরের মধ্যে প্রথমবার মূল প্রতিযোগিতায় পায়েলের ছবিটি জায়গা করে নিয়েছিল। সেরার শিরোপাও এ বার সেই ছবিরই ঝুলিতে।
পায়েলের ছবিতে অভিনয় করেন ছায়া কদম, দিব্যা প্রভা, কানি কুসরুতি। কানে উপস্থিত ছিলেন তাঁরাও। অল উই ইমাজিন অ্যাজ লাইট সঙ্গেই প্রতিযোগিতায় ছিল আরও ২১টি ছবি। মহম্মদ রসৌলফের দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ, ইয়োর্গোস ল্যান্থিমোসের কাইন্ডস অফ কাইন্ডনেস, শন বেকারের অ্যানোরা, ফ্রান্সিস ফোর্ড কপোলার মেগাপোলিস, জ্যাক অডিয়ার্ডের এমিলিয়া পেরেজ, ক্রিস্টোপ হনরের মার্সোলো মিয়া, মিগ্যুয়েল গোমসের গ্র্যান্ড ট্যুর, ডেভিড ক্রোনেনবার্গের দ্য শ্রাউডস এবং মিশেল হ্যাজানাভিসিয়াসের দ্য মোস্ট প্রিয়াস অফ কার্গোস-এর মতো ছবি।
advertisement
advertisement
শুধু পায়েলই নন, কলকাতার অনসূয়া সেনগুপ্তও কানে দেশের মুখ উজ্জ্বল করেছেন। প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে পুরস্কার পেয়েছেন। ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেয়েছেন বাঙালি অভিনেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
All We Imagine As Light in Cannes: কানে ইতিহাস তৈরি ভারতের পায়েলের! সেরার শিরোপা পেল তাঁর 'অল উই ইমাজিন অ্যাজ লাইট'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement