১৬ ফুটের 'গীতবিতানের দিব্যি' দিয়ে পাভেলের 'কলকাতা চলন্তিকা'র নতুন গান মুক্তি

Last Updated:

অপরাজিতা এই ছবিতে একজন ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করবেন। তাঁকে প্রতিদিন বাসে এক জন জায়গা ছেড়ে দিতেন, সেই ভালবাসার গল্প। অফিসে বলতে না পারা দিতিপ্রিয়া আর কিরণের ভালবাসা। ইশা এবং সৌরভ এই ছবিতে নিম্নবিত্ত শ্রেণির দুই চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের ভালবাসা কী ভাবে শহরের গলিতে মেতে ওঠে, তাও দেখানো হবে।

#কলকাতা: অভিনব প্রচারে এবার পুরো টিম 'কলকাতা চলন্তিকা'। দু'দিন ধরে তৈরি করা হয়েছে ১৬ ফুটের গীতবিতান বইটি। স্টেজে ছিল সেই গীতবিতান। আর সেই গীতবিতান থেকে ছবির সমস্ত কলাকুশলীরা উপস্থিত হলেন স্টেজে। সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা পরানো ও জলে প্রদীপ ভাসিয়ে মুক্তি পেল ছবির প্রথম গান 'গীতবিতানের দিব্যি'।
একঝাঁক তারকা নিয়ে পরিচালক পাভেল তৈরি করেছেন ছবি 'কলকাতা চলন্তিকা'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, অনামিকা সাহা প্রমুখ।
advertisement
advertisement
গানটির মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকম ভালবাসার ছোঁয়ার কথা বলা হয়েছে। ভালবাসার শহরে কী রকম ভাবে ধীরে ধীরে গড়ে ওঠে বিভিন্ন সম্পর্ক, কলকাতার বুকে কা রকম ভাবে চলতে থাকে তা, সে সব ফুটে উঠেছে এই গানের কথায়।
অপরাজিতা এই ছবিতে একজন ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করবেন। তাঁকে প্রতিদিন বাসে এক জন জায়গা ছেড়ে দিতেন, সেই ভালবাসার গল্প। অফিসে বলতে না পারা দিতিপ্রিয়া আর কিরণের ভালবাসা। ইশা এবং সৌরভ এই ছবিতে নিম্নবিত্ত শ্রেণির দুই চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের ভালবাসা কী ভাবে শহরের গলিতে মেতে ওঠে, তাও দেখানো হবে। শতাব্দী চক্রবর্তীকে দেখা গিয়েছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের চরিত্রে। অনির্বাণ চক্রবর্তী যাকে আমরা ট্রেলারে 'বড্ড একা লোক' বলতে শুনেছিলাম, তাঁর প্রেমের গল্পটি কেমন ছিল তাই এই গানে দেখানো হয়েছে।
advertisement
ছবিটি মুক্তি পাবে 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্র চক্রবর্তী। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। বলাই বাহুল্য বাংলা সিনেমাপ্রেমিরা আরও একটি চমকপ্রদ ছবি উপহার পেতে চলেছেন।
এ মাসে মুক্তি পেতে চলেছে পাভেলের ছবি। এবার ছবির প্রচারও যে একটু ভিন্ন স্বাদের হচ্ছে তার ছাপ এই সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুস্পষ্ট।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
১৬ ফুটের 'গীতবিতানের দিব্যি' দিয়ে পাভেলের 'কলকাতা চলন্তিকা'র নতুন গান মুক্তি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement