Partho Ghosh: বাঙালি পরিচালকের মৃত্যুতে নক্ষত্রপতন! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পার্থ ঘোষ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Partho Ghosh: ১৯৯১ সালে মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফ অভিনীত 'হান্ড্রেড ডেজ' সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে প্রথম সাফল্য পেয়েছিলেন পার্থ ঘোষ।
কলকাতা: প্রয়াত পরিচালক পার্থ ঘোষ। সোমবার মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৭৫।
জানা গিয়েছে, সোমবার সকালে মুম্বইয়ের মাঢ এলাকার বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ১৯৯১ সালে মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফ অভিনীত ‘হান্ড্রেড ডেজ’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে প্রথম সাফল্য পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: রাতে ঘুমোতে যাওয়ার আগে গুণে গুণে ৪ ফোঁটা, ত্বক হবে মাখনের মতো ধবধবে-তুলতুলে! রূপচর্চার ‘গেম চেঞ্জার’ মাখছেন তো?
এ ছাড়াও ১৯৯৬ সালে ‘অগ্নিসাক্ষী’ ও ১৯৯৭ সালে ‘গুলাম এ মুস্তাফা’র মতো ছবিতে মন ছুঁয়েছিলেন ভক্তদের। তবে, ১৯৯৩ সালে মিঠুন চক্রবর্তী অভিনীত তাঁর ছবি ‘দালাল’ সবচেয়ে বেশি তাঁকে জনপ্রিয়তা দিয়েছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম পার্থ ঘোষের পরিচালনাতেই হিন্দি ছবিতে কাজ করেছেন, ‘তিসরা কৌন’ সেটা ১৯৯৪। সম্প্রতি তিনি টহান্ড্রেড ডেজ’ ও ‘অগ্নিসাক্ষী’ ছবির সিকুয়েল নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: কাপুর পরিবারের মেয়ের সঙ্গে গভীর প্রেম-বিয়েও ঠিক! কিন্তু বাধা দিলেন একজন, ৫১ বছর বয়সে আজও বিয়ে করলেন না অক্ষয়
জানা গিয়েছে হার্টের সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘ সময় ধরেই ৷ তিনি মুম্বইয়ের মাঢ আইল্যান্ডে থাকতেন ৷ ভেঙে পড়েছেন স্ত্রী গৌরী ঘোষ ৷ বাংলা সিনেমা জগতে ১৯৮৫ সালে পার্থ ঘোষ ছোট ছোট সিনেমায় অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসাবে কেরিয়ার শুরু করেন ৷ কিন্তু তিনি রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান হান্ড্রেড ডেজ সিনেমার হাত ধরে ৷ পার্থ ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন টলিউড এবং বলিউডের অভিনেতারা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 2:56 PM IST