Parineeti Chopra’s Shoe Closet : পরিণীতির জুতোর সম্ভার দেখে ‘ঈর্ষাকাতর’ তাঁর প্রিয় বান্ধবী সানিয়া মির্জা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
পরিণীতির (Parineti Chopra) সাজবাহারে বড় ভূমিকা পালন করে রকমারি ব্র্যান্ডের জুতো (Parineeti Chopra’s shoe closet)৷ দেখে মন্তব্য না করে থাকতে পারেননি সানিয়া মির্জা (Sania Mirza)
মুম্বই : বাহারি জুতো নিয়ে পরিণীতি চোপড়ার (Parineeti Chopra’s love for shoes) পছন্দ আকাশছোঁয়া ৷ পরিণীতির সাজবাহারে বড় ভূমিকা পালন করে রকমারি ব্র্যান্ডের জুতো (Parineeti Chopra’s shoe closet)৷ তাঁর বাড়ির ক্লোজেটে জুতোর সংগ্রহ তাক লাগিয়ে দেওয়ার মতো ৷
তিনি (Parineeti Chopra) সম্প্রতি মুম্বইয়ে তাঁর নিজের বাড়ির ছবি পোস্ট করেছেন ৷ নেটিজেনরা তাঁর অ্যাপার্টমেন্টের সজ্জা দেখে চমৎকৃত ৷ পাশাপাশি, তাক লাগিয়ে দিয়েছে নায়িকা জুতোর সংগ্রহও ৷ তাঁর আলমারিতে বেশিরভাগই স্নিকার্স ৷ এ ছাড়াও রয়েছে আরও নামিদামী সংস্থার রকমারি জুতো ৷
পরিণীতির জুতোর সম্ভার (Parineeti Chopra’s collection of shoes) দেখে মন্তব্য না করে থাকতে পারেননি সানিয়া মির্জা (Sania Mirza) ৷ পরিণীতির প্রিয় বান্ধবী টেনিসতারকা মন্তব্যবাক্সে মজা করে লিখেছেন, তিনি জুতোর সংগ্রহ দেখে ঈর্ষাকাতর হয়ে পড়েছেন এবং তিনিও চান !
advertisement
advertisement

আরও পড়ুন : ইউরোপ ও ভারতের বিভিন্ন বাজার থেকে কেনা জিনিসে সাজানো অন্দরমহল, লন্ডনে সোনমের বাড়ি ও অফিস তাক লাগিয়ে দেয়
সামাজিক মাধ্যমে পরিণীতি খুবই সক্রিয় ৷ মাঝে মাঝেই পোস্ট করেন জীবন যাপনের রঙিন মুহূর্ত ৷ নেটিজেনরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন তাঁর কফিবিলাস ও লংড্রাইভ-এর প্রতি প্রেম ৷
advertisement
বলিউডে পরিণীতির প্রথম ছবি ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ মুক্তি পায় ২০১১ সালে ৷ এর পর ‘ইশকজাদে’, ‘শুধ দেশি রোম্যান্স’, ‘কিল দিল’, ‘ঢিশুম’, ‘মেরি প্যায়ারি বিন্দু’, ‘নমস্তে ইংল্যান্ড’-সহ একাধিক ছবিতে দর্শকদের মনে দাগ কেটে যায় পরিণীতির অভিনয় ৷
আরও পড়ুন : নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনির দাম্পত্য ভাঙতে চলেছে? এই ইঙ্গিতগুলি নাকি সে কথাই বলছে
এ বছর পরিণীতির তিনটি ছবি মুক্তির পাওয়ার কথা ৷ ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’-এ তিনি অভিনয় করছেন অর্জন কপূরের বিপরীতে ৷ অন্যদিকে, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিতে পরিণীতিই মূল নায়িকা ৷ সাইনা নেহওয়ালের বায়োপিকেও তিনিই কেন্দ্রীয় আকর্ষণ ৷ অভিনয়ের পাশাপাশি পরিণীতি নজর কেড়েছেন সমাজসেবামূলক বিভিন্ন প্রকল্পেও ৷
advertisement
মার্চ মাস থেকে দীর্ঘ কয়েক মাসের জন্য দেশের বাইরে ছিলেন পরিণীতি ৷ কিছু দিন তিনি ছিলেন লন্ডনে তাঁর তুতো দিদি প্রিয়ঙ্কা চোপড়ার জোনাসের বাড়িতেও ৷ লন্ডনেই পরিণীতি ফাইজার সংস্থার করোনা ভাইরাসের টিকা নেন ৷ তার পর তিনি ছবিও শেয়ার করেন সামাজিক মাধ্যমে ৷ একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ক্লান্তভাবে সোফায় বসে থাকতে ৷ একটি ছবিতে পরিণীতি ধন্যবাদ জানান দিদি প্রিয়াঙ্কাকে ৷ নেটিজেনদের ধারণা, টিকা নেওয়ার পর যন্ত্রণায় কাহিল পরিণীতির শুশ্রূষা করেছেন দিদি প্রিয়াঙ্কাই ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2021 7:26 PM IST