Parineeti Chopra: ফ্লপ ছবির নায়িকা, ওজন নিয়ে হতাশ! আর্থিক চাপে অবসাদে ডুবেছিলেন পরিণীতি, কেঁদেছিলেন হাউ হাউ করে

Last Updated:

Parineeti Chopra: পরিণীতি চোপড়ায় ২০১৬ সালে ডুবে গিয়েছিলেন অবসাদের গহ্বরে। কিন্তু কেন?

পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া
মুম্বই: বলিউডে এখন সবচেয়ে আলোচ্য বিষয় পরিণীতি চোপড়ার বিয়ে। আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে রবিবার সন্ধ্যায় বিয়ে করেছেন পরিণীতি। বিয়ের পর প্রথমবার স্বামী-স্ত্রী রূপে প্রকাশ্যে এসেছেন তারকা দম্পতি। রাজস্থানের উদয়পুরে এক বৃহৎ জলাশয়ের পাশে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হল ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।
কিন্তু এই পরিণীতি চোপড়ায় ২০১৬ সালে ডুবে গিয়েছিলেন অবসাদের গহ্বরে। কিন্তু কেন? করণ জোহরের কফি উইথ করণের কাউচে বসেই সেই সব দিনের কথা নিজে মুখে জানিয়েছিলেন পরিণীতি চোপড়া। পাশে বসে আদিত্য রায় কাপুর। করণের সামনে বসে পরিণীতি জানিয়েছেন পরের পর ছবি ফ্লপ করায় অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। এমনকী করণ জোহরের সামনে হাউ হাউ করে কেঁদেছিলেন সেই সময়।
advertisement

View this post on Instagram

A post shared by Brut India (@brut.india)

advertisement
advertisement
আরও পড়ুন: পরিণীতি-রাঘবের বিয়েতে দেখা নেই প্রিয়াঙ্কা-নিকের, বোনের বিয়েতে কেন এলেন না দেশি গার্ল? ব্যস্ত অন্য অনুষ্ঠানে!
দাওয়াত-এ-ইশক ও কিল দিল মুখ থুবড়ে পড়ার পর আর্থিক অনটনেও পড়েছিলেন পরিণীতি। ব্যক্তিগত জীবনেরও সেই সময় টালমাটাল পরিস্থিতিতে পড়েছিলেন নায়িকা। বহু হিট ছবির নায়িকা এক সময় নিজের শরীরের ওজন নিয়েও ভীষণ ভাবে চিন্তায় ছিলেন। কেরিয়ারে ফ্লপের স্বাদে একেবারে ভেঙে পড়েছিলেন নায়িকা।
advertisement
আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে ছবি করবেন? শাহরুখের সোজা উত্তর, ‘হতেই পারে না’! কেন এমন বলেছিলেন বাদশা জানেন?
পরে ফের ঘুরে দাঁড়িয়েছেন পরিণীতি চোপড়া। এসেছে সুপারহিট ছবি। নিজেকে তিনি বরাবরই খুব মানসিক ভাবে শক্তিশালী মনে করতেন। তবে কেরিয়ারে ফ্লপের সময় পরিণীতি বুঝতে পারেন, আসলে তিনি কতটা দুর্বল। যদিও ঘুরে দাঁড়ানোর পর তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রেমেও পড়েছেন, রাঘবের সঙ্গে বিয়েও সারলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti Chopra: ফ্লপ ছবির নায়িকা, ওজন নিয়ে হতাশ! আর্থিক চাপে অবসাদে ডুবেছিলেন পরিণীতি, কেঁদেছিলেন হাউ হাউ করে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement