Parineeti Chopra Raghav Chadha Wedding: 'কওন জিতা, কওন হারা'? বিয়ের আগে বিরাট ম্যাচ খেলেছিলেন রাঘব-পরিণীতি, প্রকাশ্যে এল ছবি

Last Updated:

Parineeti Chopra Raghav Chadha Wedding: সাধারণত রীতি মেনে যেভাবে প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান হয়, রাঘব-পরিণীতির বিয়েতে তা ধারেকাছেও ছিল না এই অনুষ্ঠান।

রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া
রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া
কলকাতা: চড্ডা ভার্সেস চোপড়া। পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার বিয়ের আগে প্রি-ওয়েডিং অনুষ্ঠানে বিরাট ম্যাচ খেলা হয়েছে। কীসের ম্যাচ? দুই পরিবারের সদস্যরা চড্ডা গ্রুপ ও চোপড়া গ্রুপে ভাগ হয়ে গিয়ে একাধিক খেলা খেলেছেন। পরিণীতি নিজেই ইনস্টাগ্রামে সেই খেলার ঝলক শেয়ার করে একথা জানিয়েছেন।
সাধারণত রীতি মেনে যেভাবে প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান হয়, রাঘব-পরিণীতির বিয়েতে তা ধারেকাছেও ছিল না এই অনুষ্ঠান। দুই পরিবারের সকলে মিলে মিউজিকাল চেয়ার, চামচে লেবু রেখে দৌড় প্রতিযোগিতা, তিন পায়ে দৌড় প্রতিযোগিতা থেকে ক্রিকেটও খেলা হয়েছে। বরপক্ষের হয়ে মাঠে নেমেছিলেন হরভজন সিংও। রাঘবের বন্ধু হরভজন।
advertisement
advertisement

 

 
 
 
View this post on Instagram
 
 
 

 

A post shared by @parineetichopra

advertisement
আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ
এই খেলায় কে জিতল, কোন পরিবার হেরে গেল? পরিণীতি ছবি শেয়ার করে লিখেছেন, ‘… জেতা-হারার চেয়ে বেশি ছিল দুই পরিবারের যোগসাধন, মজা, হাসি, আনন্দের মুহূর্ত। চড্ডা-চোপড়া পরিবারের এই মহারণে দুই পক্ষই জয়ী অন্তত হৃদয় জয় করার ক্ষেত্রে।’ ছবিতে হরভজন সিং, পরিণীতি, তাঁর শাশুড়ি এবং রাঘবের পদক জয়ও শেয়ার হয়েছে।
advertisement
গত রবিবার আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হয় রাঘব ও পরিণীতির। জানা যায়, কনে-বিদায়ের সময়ে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানটি চালানো হয়। লাল রঙের ভিন্টেজ গাড়িতে করে নবদম্পতি বিয়ের মণ্ডপ ছেড়ে যান। চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হল ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti Chopra Raghav Chadha Wedding: 'কওন জিতা, কওন হারা'? বিয়ের আগে বিরাট ম্যাচ খেলেছিলেন রাঘব-পরিণীতি, প্রকাশ্যে এল ছবি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement