Parineeti Chopra-Raghav Chadha: রাজনৈতিক নেতাকে বিয়ে করব না কখনও! রাঘবের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝে পুরনো ভিডিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Parineeti Chopra-Raghav Chadha: ভিডিওর তলায় নেটিজেনরা সেই ঠাট্টা, মস্করায় ভরিয়ে তুলেছেন। কারও কারও বক্তব্য, 'কখনও 'কোনও দিনও' শব্দটি ব্যবহার করতে নেই। কী হয় কখন, বলা যায় না।'
মুম্বই: সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা। এমনই গুঞ্জনে জেরবার গোটা বলিউড ইন্ডাস্ট্রি। রাজনৈতিক নেতার সঙ্গে বলিউড নায়িকার বিয়ে নিয়ে নানা রকমের তর্কবিতর্ক চলছে।
এমনই সময়ে একটি পুরনো ভিডিও নেটিজেনদের নজরে এসেছে। যেখানে পরিণীতি নিজের পছন্দের পাত্র সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই ভিডিও দেখে মনে হবে, এ তো উলটপুরাণ! পরিণীতি যেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি কোনও দিনও রাজনৈতিক নেতাকে বিয়ে করবেন না।
advertisement
advertisement
বেশ কিছু বছর আগে ছবির প্রচারে এসেছিলেন পরিণীতি চোপড়া এবং সিদ্ধার্থ মালহোত্রা। র্যাপিড ফায়ার পর্বে তাঁকে তাঁর পছন্দের পাত্র নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর কাছে বিভিন্ন অপশন আসে। যার মধ্যে রাজনৈতিক নেতার প্রসঙ্গও ওঠে। আর সেখানেই পরিণীতি বলেন, "স্বামী হিসেবে রাজনৈতিক নেতা আমার প্রথম পছন্দের মধ্যে কোনও দিনও পড়বে না। অনেক ভাল ভাল অপশন আছে জানি কিন্তু আমি রাজনৈতিক নেতাকে বিয়ে করতে চাই না কোনও দিনও।"
advertisement
ভিডিওর তলায় নেটিজেনরা সেই ঠাট্টা, মস্করায় ভরিয়ে তুলেছেন। কারও কারও বক্তব্য, 'কখনও 'কোনও দিনও' শব্দটি ব্যবহার করতে নেই। কী হয় কখন, বলা যায় না।'
কিন্তু ভাগ্যের এমন খেলা! এই ঘটনার কিছু বছর পরে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারই প্রেমে পড়লেন তিনি। যদিও তাঁদের সর্বত্র এক জায়গায় দেখা গেলেও নিজেদের সম্পর্ক এবং বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউই।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 11:04 PM IST