পরিণীতি চোপড়া হাসপাতালে ভর্তি, প্রথম সন্তানের আগমনের প্রস্তুতিতে রাঘব–পরিণীতির নতুন অধ্যায়!

Last Updated:

Parineeti Chopra অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা তাঁদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়। পরিণীতি বর্তমানে দিল্লির হাসপাতালে ভর্তি। দম্পতির গর্ভাবস্থার খবর আগেই ভাইরাল হয়েছিল। সেলেবরা শুভেচ্ছা জানাচ্ছেন নতুন মা-বাবাকে।

পরিণীতি ও রাঘব সোশ্যাল মিডিয়ায় তাঁদের গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। ইনস্টাগ্রামে তাঁরা পোস্ট করেন একটি মিষ্টি ছবি— যেখানে একটি কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, পাশে ছোট্ট পায়ের ছাপের নকশা— তাঁদের নতুন জীবনের আগমনী বার্তা।
পরিণীতি ও রাঘব সোশ্যাল মিডিয়ায় তাঁদের গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। ইনস্টাগ্রামে তাঁরা পোস্ট করেন একটি মিষ্টি ছবি— যেখানে একটি কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, পাশে ছোট্ট পায়ের ছাপের নকশা— তাঁদের নতুন জীবনের আগমনী বার্তা।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং তাঁর স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডার জীবনে আসতে চলেছে সবচেয়ে আনন্দের অধ্যায়। দম্পতি তাঁদের প্রথম সন্তানের আগমনের প্রস্তুতিতে রয়েছেন। সূত্র অনুযায়ী, পরিণীতি চোপড়া বর্তমানে দিল্লির এক হাসপাতালে ভর্তি রয়েছেন, সন্তান জন্মের প্রস্তুতির জন্যই তাঁকে ভর্তি করা হয়েছে। সম্প্রতি পরিণীতি মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন — রাঘবের নিজ শহরেই সন্তান জন্মদানের সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে।
advertisement
পরিণীতি চোপড়া, রাঘব চাড্ডা, পরিণীতি রাঘব সন্তান, পরিণীতি চোপড়া গর্ভবতী, পরিণীতি হাসপাতালে ভর্তি, দিল্লি হাসপাতাল পরিণীতি, বলিউড গর্ভাবস্থা, সেলেব নিউজ, পরিণীতি চোপড়া বেবি, পরিণীতি চোপড়া গর্ভাবস্থা ঘোষণা, রাঘব চাড্ডা পরিণীতি চোপড়া খবর, বলিউড মাতৃত্ব, বলিউড বেবি নিউজ, পরিণীতি চোপড়া ডেলিভারি, পরিণীতি চোপড়া নিউজ ২০২৫, Parineeti Chopra Baby News Bangla, Parineeti Chopra Raghav Chadha First Child Bangla, Parineeti Hospital Delhi, Bollywood Celebrity News Bangla.
advertisement
পরিণীতি ও রাঘব সোশ্যাল মিডিয়ায় তাঁদের গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। ইনস্টাগ্রামে তাঁরা পোস্ট করেন একটি মিষ্টি ছবি— যেখানে একটি কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, পাশে ছোট্ট পায়ের ছাপের নকশা— তাঁদের নতুন জীবনের আগমনী বার্তা।
২০২৫ সালের ২৫ আগস্ট-এ, পরিণীতি ও রাঘব সোশ্যাল মিডিয়ায় তাঁদের গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। ইনস্টাগ্রামে তাঁরা পোস্ট করেন একটি মিষ্টি ছবি— যেখানে একটি কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, পাশে ছোট্ট পায়ের ছাপের নকশা— তাঁদের নতুন জীবনের আগমনী বার্তা।
advertisement
এর পরেই পোস্ট হয় একটি ভিডিও, যেখানে গর্ভবতী পরিণীতি পার্কে হেঁটে যাচ্ছেন স্বামী রাঘবের হাত ধরে। ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
সোনম কাপুর, যিনি নিজেও তিন বছরের ছেলের মা, লেখেন— “Congratulations darling!”
হুমা কুরেশি, রাকুল প্রীত সিং, ভূমি পেডনেকর সবাই শুভেচ্ছা জানান। নিমরাত কউর লিখেছেন— “Stay blessed, many many congratulations!” আর দুই সন্তানের মা নেহা ধুপিয়া কমেন্ট করেন— “Congratulations… welcome to the best hood!”
advertisement
কিয়ারা আদভানি, জানহভী কাপুরসহ আরও অনেক তারকা লাইক ও মন্তব্যে ভরিয়ে দেন সেই পোস্ট।
এর আগে দ্য কপিল শর্মা শো-তে হাজির হয়েছিলেন পরিণীতি ও রাঘব। সেখানেই কপিল মজার ছলে বলেছিলেন, বিয়ের পর থেকেই তাঁর মা নাতি-নাতনির কথা বলতে শুরু করেছিলেন। রাঘব তখন হাসতে হাসতে উত্তর দেন, “দেন্‌গে… আপনকো দেন্‌গে… গুড নিউজ জলদি দেন্‌গে!”
advertisement
তাঁর এই কথাতেই তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল— সত্যিই কি “গুড নিউজ” আসছে? আজ সেই কথাই সত্যি হলো।
বলিউড আর রাজনীতির এই সংযোগ নিয়ে চর্চা শুরু হয়েছিল ২০২৩ সালের শুরুর দিকেই। দু’জনের সম্পর্ক প্রকাশ্যে আসে ১৩ মে ২০২৩, যখন তারা নয়াদিল্লিতে এনগেজমেন্ট করেন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা ছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
advertisement
এরপর ২৪ সেপ্টেম্বর ২০২৩, রাজকীয় আয়োজনের মধ্যে উদয়পুরের দ্য লীলা প্যালেসে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে ও পরে ঘনিষ্ঠ মহলে হয়েছিল একাধিক প্রি-ওয়েডিং অনুষ্ঠান, যেখানে বলিউড ও রাজনৈতিক দুই দিকের তারকারা উপস্থিত ছিলেন।
অভিনয়ের দিকেও পরিণীতির সময়টা উজ্জ্বল। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ইমতিয়াজ আলির পরিচালনায়, ‘আমর সিং চমকিলা’ ছবিতে, যেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ
advertisement
এখন সমস্ত মনোযোগই এক জায়গায়— নতুন জীবনের আগমনে। দিল্লির হাসপাতালে পরিণীতির পাশে রয়েছেন স্বামী রাঘব, পরিবার এবং তাঁদের ঘনিষ্ঠজনেরা। বলিউডের বন্ধুরাও শুভেচ্ছা জানাচ্ছেন, কারণ এই খুশির খবরটিই এখন সবচেয়ে আলোচিত বিষয়— পরিণীতি মা হতে চলেছেন!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরিণীতি চোপড়া হাসপাতালে ভর্তি, প্রথম সন্তানের আগমনের প্রস্তুতিতে রাঘব–পরিণীতির নতুন অধ্যায়!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement