Parineeti Chopra: রাঘব নয়, মলদ্বীপে কাদের সঙ্গে পরিণীতি? বিচ ওয়্যারে ভাইরাল নববধূর ছবি!

Last Updated:

প্রথা ভাঙা এহেন গার্লস ট্রিপের ছবি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিণীতি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

রাঘব নয়, মলদ্বীপে কাদের সঙ্গে পরিণীতি? বিচ ওয়্যারে ভাইরাল নববধূর ছবি!
রাঘব নয়, মলদ্বীপে কাদের সঙ্গে পরিণীতি? বিচ ওয়্যারে ভাইরাল নববধূর ছবি!
সদ্য গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে বিয়ের পর স্বামী রাঘব চাড্ডার সঙ্গে মধুচন্দ্রিমায় যেতে দেখা যায়নি তাঁকে। অবশ্য মধুচন্দ্রিমায় না গেলেও বিয়ের পর অবসর যাপনে মলদ্বীপে গিয়েছিলেন অভিনেত্রী।
তবে স্বামী নন, বরং ওই ট্রিপে সঙ্গী হয়েছিলেন তাঁর মা রিনা চোপড়া এবং শাশুড়ি অলকা চাড্ডা। সঙ্গে ছিলেন অভিনেত্রীর বন্ধুরাও। প্রথা ভাঙা এহেন গার্লস ট্রিপের ছবি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিণীতি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
advertisement
অল গার্লস ট্রিপ দুর্দান্ত ভাবে উপভোগ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সমুদ্র সৈকতে বিচ ওয়্যারে যেন আগুন ধরালেন পরিণীতির গার্লস গ্যাং। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “দ্য কুলেস্ট থ্রোব্যাক ইজ হোয়েন ইউ গো ফর আ গার্লস ট্রিপ দ্যাট ইনক্লুডস ইওর মম অ্যান্ড মম-ইন-ল! অলসো আ স্পেশাল থ্যাঙ্কস টু ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া ফর বিইং সো ওয়েলকামিং অ্যান্ড সে হসপিটেবল! উই আর ডাইং টু কাম ব্যাক (যখন আপনি গার্লস ট্রিপে যান, আর যেখানে আপনার মা এবং শাশুড়িও যান, সেটা সত্যিই দুর্দান্ত কুল থ্রোব্যাক হয়ে ওঠে। সেই সঙ্গে স্বাগত জানানোর জন্য এবং দারুণ অতিথিপরায়ণতার জন্য ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়াকে বিশেষ ধন্যবাদ। আমরা সেখানে ফের যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি)।” যদিও কবে পরিণীতিরা এই অল-গার্লস ট্রিপে গিয়েছিলেন, সেটা অবশ্য স্পষ্ট নয়।
advertisement
প্রসঙ্গত সেপ্টেম্বর মাসেই আম আদমি পার্টি (আপ) নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাঁদের এলাহি বিয়ের আসর। পরিণীতির ব্যক্তিগত জীবনে যখন সুখ-সমৃদ্ধির বন্যা, তখন পেশাগত জীবনেও সব কিছু ভালই চলছে। এর পরে ইমতিয়াজ আলির আসন্ন ‘চমকিলা’ ছবিতে দেখা যাবে পরিণীতিকে। এই ছবিতে দিলজিৎ দোসাঞ্জকে দেখা যাবে জনপ্রিয় পঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার চরিত্রে।
advertisement
আর ওই গায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন পরিণীতি। সেই বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, “এই দারুণ ছবিটিতে চমকিলার গানের সঙ্গী এবং স্ত্রী অমরজ্যোতের চরিত্রে অভিনয় করাটা সৌভাগ্যের বিষয়। আর এই সুযোগ করে দেওয়ার জন্য আমি ইমতিয়াজ স্যারের কাছে কৃতজ্ঞ। এর পাশাপাশি দিলজিতের সঙ্গে পর্দায় অভিনয় করাটাও একটা অসাধারণ অতুলনীয় অভিজ্ঞতা। এমনিতে আমার জন্য গান হল ভালবাসা। আর কিংবদন্তী এ. আর. রহমানের সঙ্গে কোল্যাবোরেট করতে পারাটা ছিল আমার দীর্ঘ দিনের স্বপ্ন।”
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti Chopra: রাঘব নয়, মলদ্বীপে কাদের সঙ্গে পরিণীতি? বিচ ওয়্যারে ভাইরাল নববধূর ছবি!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement