কলকাতা: অনেকগুলি বছর কেটে গিয়েছে। এক সময়ে ইন্ডাস্ট্রিতে এঁরাই ছিলেন নবাগত ও নবাগতা। তাঁদের জুটি ছিল জনপ্রিয়। এখন তাঁরা সিনিয়র শিল্পীদের দলে নাম লিখিয়েছেন। পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনামী ঘোষ। এক সময়ে এই দুই টলি তারকা বারবার জুটি বেঁধে পর্দায় হাজির হত। তাঁদের রসায়নও ছিল উল্লেখযোগ্য।
মেগা সিরিয়াল হোক বা টেলিফিল্ম হোক, বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতেন তাঁরা। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ‘একদিন প্রতিদিন’, ‘প্রতীক্ষা একটু ভালবাসার’, ‘দেবদাস’, ইত্যাদি। তাঁদের রসায়নও এতটাই প্রিয় ছিল জনতার কাছে, তাঁরা চাইতেন বাস্তবেও যেন একে অপরের সঙ্গে থাকেন। মনামী ও পরমব্রতকে স্বামী-স্ত্রী হিসেবে দেখার ইচ্ছে ছিল অনেকের।
আরও পড়ুন: বাবা হলেন গৌরব? দেবলীনা কেমন আছেন? রাখঢাক না রেখে খোঁজ নিলেন আর এক অভিনেত্রী!
সম্প্রতি সেই দুই তারকা আবার এক হয়েছেন। মুম্বইয়ে এক নামজাদা ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনের শ্যুট করলেন। শ্যুটের দু’টি ছবি দিলেন নায়ক। রান্নাঘরের সেটে দেখা যাচ্ছে পরমব্রত-মনামীকে। ১৫ বছর পর আবার সেই জুটি।
তাই ছবি শেয়ার করে পরমব্রত লিখলেন, ‘অনেক দিন পর… যেন ছোটবেলা ফিরে এল। আমার পেশা জীবনের একেবারে শুরুর দিকে, যখন টেলিভিশনে কাজ করতাম, আমি আর মনামী এত কাজ একসঙ্গে করেছি যে লোকে ভাবত আমরা বিয়ে করব পরবর্তী কালে। আজ আমরা একসঙ্গে আবার কাজ করলাম (জাতীয় স্তরের এক ব্র্যান্ডের জন্য)। ১৫ বছর পর। কী যে আনন্দ।’
View this post on Instagram
নায়কের ছবির তলায় উত্তর দিলেন মনামী। নায়িকা লিখলেন, ‘সত্যি! খুবই আনন্দ হল পরমব্রত।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।