Pankaj Tripathi | Viral Video: বিহারের গ্রামে ফিরে গেলেন পঙ্কজ ত্রিপাঠী! 'লিট্টি-চোখা' বানিয়েই কাটছে দিন! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Pankaj Tripathi | Viral Video: বিহারের গোপালগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরছেন পঙ্কজ ত্রিপাঠী। বানাচ্ছেন লিট্টি চোখা। না এটা কোনও সিনেমার শ্যুটিং নয়, বাস্তব! মুম্বই-এর ভিড় থেকে মুক্তি নিতেই হেঁটেছেন এই পথে! ভাইরাল ভিডিও
#মুম্বই: 'ওমকারা', 'বান্টি অউর বাবলি' এমনকি 'দাবাং ২'- ছবিটি নিশ্চয় অনেকেই দেখেছেন? কিন্তু মনে করে দেখুন তো সেখানে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত চরিত্রটির কথা মনে করতে পারছেন কিনা? আচ্ছা নিদেন পক্ষে নাম মনে পড়ছে? কিংবা মুখ? এক ঝলক হলেও মন পড়ছে কী? পড়ছে না তো? এটাই স্বাভাবিক। ২০০৩ সাল থেকে বলিউডে কাজ করলেও তাঁকে চিনত না প্রায় কেউই। বিহারের গোপালগঞ্জ থেকে এসে মুম্বইয়ে নিজের ভাগ্য গড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর না ছিল নায়ক সুলভ চেহারা, না ছিল পকেট ভর্তি টাকা কিংবা নেপোটিজমের সামান্যতম সুযোগ! তাহলে পকেটে যা ভরসা হিসেবে পড়ে থাকল, তা হল অভিনয়।
কেবল মাত্র অভিনয়ের জোড়েই, অভিনয়ের দক্ষতাতেই নিজের ভাগ্যের চাকা ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। 'গ্যাংঙস অফ ওয়াসিপুর' থেকেই নজরে আসতে শুরু করেন তিনি। অনেকটা নওয়াজ উদ্দিন সিদ্দিকির মতোই চাপা পড়ে ছিল তাঁর দক্ষতাও। কিন্তু সঠিক প্রতিভা চাপা থাকে না। আর 'মির্জাপুর' -দেখেই মানুষ সে কথা বুঝে গিয়েছেন। ততদিনে পঙ্কজ ত্রিপাঠী কিন্তু পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করে দিয়েছেন। 'ক্রিমিনাল জাস্টিস'-এর মতো সিরিজ হোক বা 'কাগজ'-এর মতো সিনেমা তিনি একাই টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। একা একটা সিরিজ টেনে নিয়ে যাওয়া কিন্তু মুখের কথা নয়! আর সেই জন্যই জীবন যুদ্ধে হেরে যাওয়া এক উকিল যখন পায়ের দাঁদ চুলকোতে চুলকোতে অবলীলায় মুখে এক্সপ্রেশন ধরে রেখে অভিনয় করে যান, এবং গোটা সিরিজের প্রাণ হয়ে ওঠে ওই হেরে যাওয়া উকিল বাবুই, সেখানে তাঁকে বাহবা না দিয়ে যাবেন কোথায়!
advertisement
कालीन भैया अपने गांव बिहार के गोपालगंज में सुकून से गोइठा पर लिट्टी बनाते हुए।
कभी कभी जिंदगी में पैसा नही सुकून मतलब रखता है,सुकून आज भी गांव में ही रहता है।@TripathiiPankaj pic.twitter.com/rjFxPlwyKo — Mukesh singh (@Mukesh_Journo) July 12, 2022
advertisement
advertisement
সম্প্রতি মুক্তি পেয়েছে 'শেরদিল'। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। এই ছবির প্রাণ জঙ্গল তো বটেই সেই সঙ্গে পঙ্কজ ত্রিপাঠী। ছবি মুক্তির পর সকলেই যখন ব্যস্ত থাকেন প্রচারে কিংবা সাক্ষাতকারে, পঙ্কজ কিন্তু করেন একেবারে অন্য কিছু। বিহারের গোপালগঞ্জ তাঁর গ্রাম। সেই গ্রামে রয়েছেন তাঁর বাবা মা। বাকি পরিবার। মুম্বই-এর ঝা চকচকে জীবন কিন্তু বেঁধে রাখতে পারেনি বিহারের এই ছেলেকে। ছুটি পেলেই পঙ্কজ চলে যান তাঁর গ্রামে। কয়েক দিন আগেই কলকাতাতে এসেছিলেন ছবির শ্যুটিংয়ে। পরিচালক অভিরূপ বসুর ছবি লালি-র জন্য কলকাতায় শ্যুটিং করছেন তিনি। এর পরেই চলে গিয়েছেন নিজের গ্রাম।
advertisement
তবে মজার বিষয় হল গ্রামে গিয়ে অভিনেতা ভুলেই গেলেন তাঁর অন্য সব পরিচয়। মিশে গেলেন গ্রামের মানুষদের সঙ্গে। গলায় গামছা, ফতুয়া পরে ঘুরে বেড়াতে শুরু করলেন। শুধু তাই নয় গ্রামের বাকিদের সঙ্গে নিয়ে বানিয়ে ফেললেন, 'লিট্টি চোখা'! রাতের বেলা পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে নিজে হাতে 'লিট্টি চোখা' বানালেন পঙ্কজ ত্রিপাঠী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। নেটিজেনরা বলছেন, মাটির মানুষ কারে কয়! সত্যিই তিনি মাটিতে পা রেখেই চলেন। ভুলে যাননি নিজের আদি সত্ত্বাকে! বলিউডে সময় লাগলেও যেমন প্রমাণ করেছেন তিনিই সেরার সেরা! আর তিনি একা টেনে নিয়ে যেতে পারেন গোটা সিনেমা কিংবা সিরিজ! তার জন্য দরকার হয় শুধু মাত্র দক্ষ অভিনয়ের। আবার গ্রামের বাড়িতে এলে সরিয়ে রেখে আসতে হয় নিজের সেলেব পরিচয়! তা বোধহয় পঙ্কজ ত্রিপাঠীর মতো করে কেউ ভাবতে পারবেন না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2022 11:21 PM IST