ভিটামিন ডি! সাধারণত সূর্যের রশ্মি থেকেই পাওয়া যায় ভিটামিন ডি। কিন্তু বর্তমানে সকলেই প্রায় অফিসের কাজ বা বাড়িতে থেকে কাজ করে থাকেন। ফলে শরীরে রোদ প্রায় লাগেই না। সেই সঙ্গে সারাদিন এসিতে থাকতে হয়। এর ফলে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি দেখা যায়। এবং এর জন্য ভিটামিন ডি ক্যাপসুল বা সাপ্লিমেন্ট অনেকেই নেন। ভিটামিন ডি সাধারণত হাড় মজবুত করে। দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে! রক্তে ক্যালসিয়াম শোষণের জন্যও ভিটামিন ডি দরকার। photo source collected
এমনকি শরীরে অতিরিক্ত ভিটামিন ডি থাকলে তা থেকে কিন্তু কিডনির সমস্যাও হতে পারে। কিডনি স্টোনও হতে পারে! সব সময় একটা ক্লান্তিও লেগেই থাকবে। তাই গায়ে হাত পায়ে ব্যথা হলেই ভিটামিন ডি-র অভাব মনে করার কোনও কারণ নেই। চিকিৎসকের পরামর্শ মেনেই কিন্তু ভিটামিন ডি নিন। নয় তো অজান্তেই বড় বিপদ ঘটতে পারে! photo source collected