Pankaj Tripathi : ভারতের এই প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি

Last Updated:

Pankaj Tripathi : পঙ্কজ ত্রিপাঠি জানিয়েছেন, “এইরকম একজন মানবিক রাজনীতিবিদকে পর্দায় তুলে ধরা আমার জন্য সম্মানের।"

#মুম্বই: জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে প্রস্তুত। তাঁর বায়োপিক শিরোনামের নাম : 'ম্যায় রাহুন ইয়া না রাহুন ইয়ে দেশ রেহনা চাইয়ে  অটল'। দ্য আনটোন্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যন্ড প্যারাডক্স বাই উল্লেখ এনপি (The Untold Vajpayee: Politician And Paradox by Ullekh NP) বইয়ের গল্পকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি করা হবে৷ ছবিটি ২০২৩-এর ক্রিসমাসে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
সিনেমাটি বাজপেয়ীর যাত্রাকে ঘিরে আবর্তিত হয়েছে৷ যিনি ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর প্রথম মেয়াদ ১৯৯৬-থেকে ১৩ দিন স্থায়ী হয়েছিল৷ তারপরে ১৯৯৮ থেকে ১৯৯৯ পর্যন্ত ১৩ মাস দীর্ঘ মেয়াদ ছিল। তিনি ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছর তাঁর সম্পূর্ণ মেয়াদের দায়িত্ব পালন করেন।
advertisement
advertisement
পঙ্কজ ত্রিপাঠি জানিয়েছেন, “এইরকম একজন মানবিক রাজনীতিবিদকে পর্দায় তুলে ধরা আমার জন্য সম্মানের। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, আরও অনেক কিছু। তিনি একজন চমৎকার লেখক এবং একজন প্রখ্যাত কবি ছিলেন। তাঁর নামের সঙ্গে জুড়ে থাকাটা আমার মতো একজন অভিনেতার জন্য বিশেষ সুযোগ ছাড়া কিছুই নয়”৷ তিনি সম্প্রতি ডিজনি+ হটস্টার শো ক্রিমিনাল জাস্টিস: আধুরা সাচ-এ অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pankaj Tripathi : ভারতের এই প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement