অটল বিহারী বাজপেয়ীর বেশে পঙ্কজ! প্রকাশ্যে 'ম্যায় অটল হুঁ'-র প্রথম ঝলক
- Published by:Sanchari Kar
Last Updated:
রবিবার অনুরাগীদের বিশেষ চমক দিলেন পঙ্কজ। অটলের বেশে তাঁকে ঠিক কেমন দেখাবে, এ বার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল।
#মুম্বই: পর্দায় তুলে ধরা হবে অটল বিহারীর বাজপেয়ীর জীবন। ভারতের প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের গুরুদায়িত্ব পড়েছে পঙ্কজ ত্রিপাঠীর কাঁধে। ছবির নাম 'ম্যায় অটল হুঁ'।
রবিবার অনুরাগীদের বিশেষ চমক দিলেন পঙ্কজ। অটলের বেশে তাঁকে ঠিক কেমন দেখাবে, এ বার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি দিয়েছেন পঙ্কজ। কাঁচা-পাকা চুল, গোঁফ-দাড়ি বিহীন মুখ, চোখে চশমা- প্রথম ঝলকেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা মনে করিয়ে দিয়েছেন পঙ্কজ। তাঁকে দেখে মুগ্ধ অনুরাগীরা। অনেকেই অটলের সঙ্গে তাঁর চেহারার সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
advertisement
advertisement
advertisement
অটল বিহারী বাজপেয়ীর জীবনের নানা দিককে পর্দায় তুলে ধরবে এই ছবি। জীবনীচিত্রটি পরিচালনার দায়িত্বে রবি যাদব। চিত্রনাট্য লিখেছেন উৎকর্ষ নৈথানি। ছবিটির সঙ্গীত পরিচালক সেলিম-সুলেমান। ছবির মোশন পোস্টারে ইতিমধ্যেই সোনু নিগমের কণ্ঠ শোনা গিয়েছে।
advertisement
ভনশালী লিমিটেড স্টুডিয়োজ এবং লেজেন্ড স্টুডিয়োজের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি। আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে 'ম্যায় অটল হুঁ'।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2022 12:36 PM IST