Pankaj Tripathi: কাছের মানুষকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী, বোনের অবস্থাও গুরুতর আশঙ্কাজনক, শোকের ছায়া পরিবারে

Last Updated:

Pankaj Tripathi: কাছের মানুষকে হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী৷ ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার ভগ্নিপতি রাজেশ তিওয়ারির৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেতার বোন৷

কাছের মানুষকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী
কাছের মানুষকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী
বিহার: আবারও এক দুঃসংবাদ৷ বিনোদন জগতের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না তা বেশ ভালই বোঝা যাচ্ছে৷ কাছের মানুষকে হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী৷ ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতার ভগ্নিপতি রাজেশ তিওয়ারির৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেতার বোন৷
শনিবার বিকেল চারটে নাগাদ বিহারের জিটি রোডের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে৷ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই ভগ্নিপতির মৃত্যু হয়৷ পঙ্কজের বোনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ তড়িঘড়ি করে ধানবাদ মেডিক্যাল কলেজের এসএনসিইউ-তে ভর্তি রয়েছেন পঙ্কজের বোন৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, বিহারের গোপালগঞ্জের কমলপুর থেকে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিলেন রাজেশ ও তাঁর স্ত্রী সরিতা তিওয়ারি৷ নিরসা মার্কেট চকে পৌঁছানোর আগেই ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি৷ সঙ্গে সঙ্গে দুমরে-মুচড়ে যায় গাড়ি৷
পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাদের ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই রাজেশ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এবং সরিতাকে সার্জিক্যাল আইসিইউতে ভর্তি রাখা হয়৷ জানা গিয়েছে, পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতি রেলে কর্মরত ছিলেন৷ গ্রাম থেকে চিত্তরঞ্জন আসার সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে৷ উল্লেখ্য, ২০২৩ সালে বাবাকে হারান পঙ্কজ ত্রিপাঠি৷ বছর ঘুরতে না ঘুরতে ফের শোকের ছায়া অভিনেতার পরিবারে৷ অভিনেতার গোটা পরিবার শোকে ভেঙে পড়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pankaj Tripathi: কাছের মানুষকে হারালেন পঙ্কজ ত্রিপাঠী, বোনের অবস্থাও গুরুতর আশঙ্কাজনক, শোকের ছায়া পরিবারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement