Manoj Bajpayee 'Kidnapped': মনোজ বাজপেয়ীকে ‘অপহরণ’! ওয়েবসিরিজ নিয়ে বচসা, পঙ্কজ-আলির কাণ্ডে শিউরে উঠলেন ভক্তরা
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Manoj Bajpayee Kidnapped by Pankaj-Ali: গত ১৯ মার্চ এক বিশেষ ইভেন্টে উপস্থিত হয়েছিলেন শোয়ের কলাকুশলীরা। আর ভক্তদের চমকে দিয়ে তাঁরা জানান যে, খুব শীঘ্রই আসছে ‘মির্জাপুর সিজন থ্রি’।
মুম্বই: ‘মির্জাপুর’-এর ভক্তদের জন্য দারুণ সুখবর। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই ক্রাইম ড্রামার জনপ্রিয়তা এখন তুঙ্গে! ফলে ভক্তরা এই সিরিজের তৃতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। গত ১৯ মার্চ এক বিশেষ ইভেন্টে উপস্থিত হয়েছিলেন শোয়ের কলাকুশলীরা। আর ভক্তদের চমকে দিয়ে তাঁরা জানান যে, খুব শীঘ্রই আসতে চলেছে ‘মির্জাপুর সিজন থ্রি’।
ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, রসিকা দুগল এবং শ্বেতা ত্রিপাঠীর মতো তারকারা। ওই সেগমেন্টে উপস্থাপনার দায়িত্বে ছিলেন মনোজ বাজপেয়ী। আলি ফজল এবং শ্বেতা ত্রিপাঠী তাঁকে ‘অপহরণ’ করার চেষ্টা করেন। এমনকী ওই শোয়ের তৃতীয় সিজন কবে মুক্তি পাবে, সেই বিষয়ে জানানোর জন্য জোরও করেন। এরপর নিজের বিখ্যাত সংলাপ শোনা যায় আলির মুখে। তিনি বলেন, “শুরু মজবুরি মে কিয়ে থে পর অব মজা আ রাহা হ্যায়।” এরপর তাঁদের সঙ্গে যোগ দেন পঙ্কজ ত্রিপাঠীও। তিনিও মুক্তির দিন প্রকাশ্যে আনার জন্য মনোজ বাজপেয়ীকে জোরাজুরি করেন।
advertisement
advertisement
ওই অনুষ্ঠানে আলি ফজল বলেন, “আগের সিজনের মতো মির্জাপুর ৩-এও ভক্তরা পাবেন সেই একই রকম স্বাদ। তবে এবারের সিজনে কিছু নতুন চরিত্র সামনে আসবে ঠিকই, আবার কিছু পুরনো চরিত্র বিদায় নেবে।” এমনকী অভিনেতা এ-ও জানান যে, মির্জাপুরের তৃতীয় সিজনে প্রচুর মালমশলাও থাকবে।
advertisement
নির্মাতাদের বক্তব্য, সিজন থ্রি-তে সিংহাসনে দাবিদার হিসেবে একজন নতুন প্রতিযোগীর বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে গুড্ডু (আলি) এবং গোলু (শ্বেতা)-কে। তাঁরা কি এই আগুনের খেলায় সফল হতে পারবেন না কি বহিরাগত শক্তি চিরতরে ক্ষমতার আসন ধ্বংস করে দেবে? প্রথম দু’টি সিজনেদুর্দান্ত সাফল্যঅর্জন করেছিল মির্জাপুর। এবার ভক্তরা তৃতীয় মরশুমের মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 9:12 PM IST