Pallavi Dey death : তোকে একবার যদি জড়িয়ে ধরতে পারতাম! পল্লবীর মৃত্যু বড় আঘাত প্রত্যুষার কাছে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Pallavi Dey:পল্লবীর মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন হয়ে আছেন তাঁর পরিবার ও বন্ধুরা। টেলি অভিনেত্রী প্রত্যুষা পাল ছিলেন পল্লবীর খুব কাছের বান্ধবী।
#কলকাতা: এক সপ্তাহের বেশি হয়ে গেল প্রয়াত হয়েছেন অভিনেত্রী পল্লবী দে। এখনও তাঁর মৃত্যু রহস্যের ধোঁয়াসা কাটেনি। ঠিক কী হয়েছিল, সেই তদন্ত জারি রেখেছে পুলিশ। পল্লবীর মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন হয়ে আছেন তাঁর পরিবার ও বন্ধুরা। টেলি অভিনেত্রী প্রত্যুষা পাল ছিলেন পল্লবীর খুব কাছের বান্ধবী।
প্রত্যুষাও মঙ্গলবার পল্লবীকে নিয়ে একটি পোস্ট করেন যা ফের নেটিজেনকে আবেগপ্রবণ করে তুলেছে। পল্লবীর সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে প্রত্যুষা লিখেছেন, "আমি জানি তুই আমার সঙ্গেই আছিস। প্রতিদিন আমি তোকে মিস করি। ইশ আমি যদি তোকে জড়িয়ে তোর সব যন্ত্রণা নিয়ে নিতে পারতাম! একবার যদি শেষবারের জন্য তোকে জড়িয়ে ধরতে পারতাম। আমি তোকে চলে যেতে দিতামই না।"
advertisement
প্রত্যুষা সেই পোস্টে আরও লিখছেন, "ইশ যদি আমরা একসঙ্গে বুড়ো হতে পারতাম, যেমনটা আমরা পরিকল্পনা করেছিলাম। ইশ এটা যদি এখনও খারাপ একটা স্বপ্ন হতো যেটা ঘুম ভাঙলেই ভেঙে যেতো। আমার একটা অংশ তোর সঙ্গে চলে গিয়েছে। আর একটা অংশ তোকে এখানে রেখে দিয়েছে। আমি সবাইকে বলব আমাদের গল্প। আমি বলব, আমি কতটা গর্বিত তোকে নিয়ে এই টুকু বয়সে এত সাফল্য অর্জন করার জন্য। আমাদের আবার যতদিন না দেখা হচ্ছে, এটুকু জানিস, আমি তোকে ভালবাসি। সব সময় বাসবো। তোর ঈষা।"
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ১৬ মে গড়ফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পল্লবীর দেহ। ঘটনাটি গোটা টলিপাড়ার কাছে একটি বড় ধাক্কার মতো আসে। পল্লবী তাঁর বয়ফ্রেন্ড সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে লিভ-ইন করতেন। ঘটনার পরে পল্লবীর পরিবার সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন। তাকে গ্রেফতার করা হয়। ঘটনার ধোঁয়াসা এখনও কাটেনি। পুলিশ তদন্ত করছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2022 8:55 PM IST