Palash Sen : 'MTV তে ইউফোরিয়ার গান বাজে না কেন?', ‘ওরা সবটা কিনে নিল…’, বিস্ফোরক পলাশ সেন!

Last Updated:

গানের বাজার নিয়ে এবার বড়সড় অভিযোগ আনলেন ইনফোরিয়া-খ্যাত পলাশ সেন (Palash Sen)।

"ডুবা ডুবা রেহেতা হু ইয়াদ মে তেরি
দিওয়ানা বন গ্যায়া হু চাহাত মে তেরি"
বুন্দে, বেওয়াফা থেকে মায়েরি! নাইন্টিজ টিনএজারদের কাছে ইউফোরিয়া (Euphoria) ছিল আক্ষরিক অর্থেই প্রেম আর ব্রেক আপের অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম। গানের পরতে পরতে ছিল ইমোশন, আবেগ আর প্যাশন। সেসব দিনে ইউফোরিয়ার (Euphoria) সেই মিউজিক ভিডিয়োতে জায়গা করে নিতেন রিমি সেন, বিদ্যা বালানেরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইউফোরিয়া আজ বিস্মৃতির পথে। বাদশাহ, মিট ব্রো’জ আর রিমেকের ভিড়ে আর আর শোনা যায় না ‘কভি আনা তো মেরি গলি’। কেন? কী এমন হল? মুখ খুললেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা পলাশ সেন (Palash Sen)।
advertisement
advertisement
গানের বাজার নিয়ে এবার বড়সড় অভিযোগ আনলেন ইনফোরিয়া-খ্যাত পলাশ সেন (Palash Sen)। সামাজিক মাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে পলাশ লেখেন, “আগে চ্যানেলগুলি ছবির বাইরের গানকেও প্রোমোট করত। টিভি এবং রেডিয়োর ক্ষেত্রেও ওই একই ব্যাপার ছিল। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বুঝে গেল একটা বড় জিনিস ওদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ওরা ওই গোটা মিডিয়াই কিনে নিল। পুরো মনোপলিটাই ফিল্ম ইণ্ডাস্ট্রিতে স্থানান্তরিত হয়ে গেল।”
advertisement
দীর্ঘ উত্তরে স্পষ্টতই পরিষ্কার ছিল পলাশ সেনের ক্ষোভ। সরাসরি ফিল্ম ইন্ডাস্ট্রির মিডিয়া কিনে নেওয়ার অভিযোগ তোলেন তিনি। পলাশ তাঁর কমেন্টে যোগ করেন, “প্রযোজকরা ছবির গানের পিছনে টাকা ঢালতেন। লেবেলের জন্য নয়। তাই লেবেল কেন ছবির বাইরের গানের পাশে থাকবে? আশা করছি কী বলতে চাইছি বুঝতে পারছেন। সবটাই পয়সা…”। ফিল্ম ইন্ডাস্ট্রি এমনকি মিউজিক ইন্ডাস্ট্রির এই মনোপলি বা একচেটিয়া ব্যবসার অভিযোগ আগেও ভিতর থেকেই উঠেছে। সরব হয়েছেন সোনু নিগম সহ নামজাদা সঙ্গীতশিল্পীরাও। এ বার মুখ খুললেন পলাশ সেনও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Palash Sen : 'MTV তে ইউফোরিয়ার গান বাজে না কেন?', ‘ওরা সবটা কিনে নিল…’, বিস্ফোরক পলাশ সেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement