Alia Bhatt : পাকিস্তানে কি যাচ্ছেন আলিয়া? ভক্তের প্রশ্নের উত্তরে যা বললেন নায়িকা..., ঝড়ের গতিতে ভাইরাল নেটদুনিয়ায়

Last Updated:

Alia Bhatt : তিনি কান এবং মেট গালার মতো আন্তর্জাতিক অনুষ্ঠানগুলো সামলানোর বিষয়ে কথা বলেন এবং জানান যে এই রুটিন সাধারণত তাঁর পায়জামা পরে পিৎজা খাওয়ার মাধ্যমে শেষ হয়।

আলিয়া ভাট-রণবীর কাপুরের সন্তান রাহা কাপুরও নভেম্বরের ৬ তারিখ জন্মায়।
আলিয়া ভাট-রণবীর কাপুরের সন্তান রাহা কাপুরও নভেম্বরের ৬ তারিখ জন্মায়।
মুম্বই:  আলিয়া ভাট দ্বিতীয়বারের মতো রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন এবং বলছেন যে এবারের সফরটি ভিন্ন মনে হচ্ছে, কারণ মেয়ে রাহা এখন এত বড় হয়েছে যে সে মাকে জিজ্ঞাসা করতে পারে যে মা কোথায় যাচ্ছে এবং কখন ফিরবে। তিনি বলেন, ‘এখন রাহার পাপারাজ্জিদের সঙ্গে নিজস্ব একটি সম্পর্ক তৈরি হয়েছে, সে এখন এত বড় হয়েছে যে আমাকে জিজ্ঞাসা করতে পারে আমি কোথায় যাচ্ছি এবং কখন ফিরব।’ এই অভিনেত্রী আরও বলেন যে রাহা এমনকি পাপারাজ্জিদের সঙ্গে নিজের একটি সমীকরণও তৈরি করে ফেলেছে।
তিনি কান এবং মেট গালার মতো আন্তর্জাতিক অনুষ্ঠানগুলো সামলানোর বিষয়ে কথা বলেন এবং জানান যে এই রুটিন সাধারণত তাঁর পায়জামা পরে পিৎজা খাওয়ার মাধ্যমে শেষ হয়। তারুণ্যের দিনগুলোর কথা মনে করে আলিয়া বলেন যে বিশের কোঠার শুরুতে তিনি ‘খুবই ছটফটে’ ছিলেন। তিনি বলেন, ‘আমি এখনও উৎসাহী এবং প্রাণবন্ত, কিন্তু এখন আমার দৃষ্টিভঙ্গি আরও শান্ত।’ তিনি আরও বলেন যে সাফল্য এবং ব্যর্থতা সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে আরও সতর্ক করে তোলে।
advertisement
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
আলিয়া বলেন যে ভবিষ্যতে যা-ই ঘটুক না কেনও, তিনি কৌতূহলী থাকতে চান। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সময় তিনি কোনও চাপ অনুভব করেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটি গর্বের বিষয়। তিনি একজন পাকিস্তানি ভক্তের ওই দেশটিতে সফরের বিষয়ে করা প্রশ্নটি এড়িয়ে যান এবং বলেন যে কাজ তাঁকে যেখানে নিয়ে যাবে, তিনি সেখানেই যাবেন। স্বজনপ্রীতি প্রসঙ্গে তিনি বলেন যে দর্শক যখন কাউকে ‘কিছু অবদান রাখতে’ দেখে, তখন ‘সবকিছুই ক্ষমা করে দেয়’।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
আলিয়া তাঁর জীবন ও কাজের প্রতি দৃষ্টিভঙ্গি কীভাবে বছরের পর বছর ধরে, বিশেষ করে বিশের কোঠার পর পরিবর্তিত হয়েছে, সে সম্পর্কেও আলোকপাত করেন। তিনি তার মানসিকতার পরিবর্তনের কথা স্মরণ করেন। ‘যখন আমি ছোট ছিলাম… যখন আমার বয়স বিশের কোঠায় ছিল, তখন আমি সবকিছু করার চেষ্টা করতাম এবং সবদিকে ছুটে বেড়াতাম। সতেরো-আঠারো বছর বয়সে আমি আরও অনেক বেশি উৎসাহী ও প্রাণবন্ত ছিলাম এবং খুব কঠোর পরিশ্রম করতাম, কারণ সেটাই স্বাভাবিক। আর এখন, এক দশকেরও বেশি সময় পরে, কোনও পরিস্থিতিকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমি এখনও উৎসাহী ও প্রাণবন্ত, কিন্তু আমার পন্থাটা এখন আরও শান্ত, এর মধ্যে আরও একটু গভীর উদ্দেশ্য থাকে। আমার ভেতরের একটা অংশ আঠারো বছর বয়সের সেই মেয়েটিকে আঁকড়ে ধরে রাখতে চায়, যে ছিল সাহসী ও নির্ভীক, যার কোনও ধারণা ছিল না যে সবকিছু কীভাবে ঘটবে, যার কাছে কোনও উত্তর ছিল না, যে কোনও ঘরে প্রবেশ করে নিজের সর্বস্ব উজাড় করে দিত। আমার মনে হয়, সাফল্য, ব্যর্থতা এবং অভিজ্ঞতার কারণে মানুষ মাঝে মাঝে একটু বেশি সতর্ক হয়ে যায়।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt : পাকিস্তানে কি যাচ্ছেন আলিয়া? ভক্তের প্রশ্নের উত্তরে যা বললেন নায়িকা..., ঝড়ের গতিতে ভাইরাল নেটদুনিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
  • হতে পারে শৈত্যপ্রবাহ

  • আরও শীত দক্ষিণের জেলায়

  • শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন

VIEW MORE
advertisement
advertisement