বলিউডে আসা পাক শিল্পীদের পর্দা ফাঁস, নাচের জন্য ব্ল্যাক মানি চেয়েছিলেন ফাওয়াদ খান !

Last Updated:

নিউজ১৮ ইন্ডিয়ার স্টিং অপারেশনে ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য ৷ বলিউডের ছবিতে কাজ করে জনপ্রিয় হওয়া অভিনেতা ফাওয়াদ খান,

#মুম্বই: নিউজ১৮ ইন্ডিয়ার স্টিং অপারেশনে ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য ৷ বলিউডের ছবিতে কাজ করে জনপ্রিয় হওয়া অভিনেতা ফাওয়াদ খান, ছবির বাইরেও, পারশ্রমিক হিসেবে নিতেন ব্ল্যাক মানি ! আর একথা ফাওয়াদ খানের ম্যানেজার তরল সোনি নিজেই স্বীকার করলেন নিউজ ১৮ ইন্ডিয়ার ক্যামেরার সামনে ৷
‘নমক হারাম’ নামে এক স্টিং অপারেশন শো-তে একে একে মুখোশ খোল হল, ফাওয়াদ খান, রাহত ফতে আলি খান, শফাকত আমানত আলি, মাওরা হোকানের মতো শিল্পীদের ৷ সবার সম্পর্কেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ তবে তার মধ্যে সবচেয়ে হতবাক করল ফাওয়াদ খানের বিরুদ্ধে আসা তথ্য ৷
স্টিং অপারেশনে ফাওয়াদ খানের ম্যানেজার জানালেন, মুম্বইয়ে বিয়ে বাড়িতে নাচের জন্য ফাওয়াদ খান পারিশ্রমিক হিসেবে নিতেন ৫০ লক্ষ টাকা ৷ তবে এই অর্থ ছিল শুধুমাত্রই নিজের জন্য ৷ ফাওয়াদ খানের পুরো টিমকে বিয়ে বাড়িতে আনতে গেলে, অন্তত পক্ষে খরচ করতে হতো কোটি টাকা !
advertisement
advertisement
তথ্য অনুযায়ী, এই পারিশ্রমিকের কথা কখনই ফাওয়াদ স্বীকার করেননি৷ সুতরাং এই টাকা যে একেবারেই কালো টাকা, তাতে কোনও সন্দেহ নেই৷
এই স্টিং অপারেশন প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সরকারও নড়ে চড়ে বসেছে ৷ পুরো ব্যাপারটি সম্পর্কে খোঁজ লাগানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে আসা পাক শিল্পীদের পর্দা ফাঁস, নাচের জন্য ব্ল্যাক মানি চেয়েছিলেন ফাওয়াদ খান !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement