পদ্মাবতী বিতর্কে বনশালির পাশে বলিউড, ফোন করে রোজ দীপিকার খোঁজ নিচ্ছেন আমির-শাহরুখ !
Last Updated:
পদ্মাবতী নিয়ে রোজই কিছু না কিছু বিতর্ক বেড়েই চলেছে ৷ একের পর এক বিক্ষোভ, প্রতিবাদের মুখে এমনকী, নির্মাতারা বাধ্য হয়েছেন ছবিটির মুক্তি পিছিয়ে নিতে ৷
#মুম্বই: পদ্মাবতী নিয়ে রোজই কিছু না কিছু বিতর্ক বেড়েই চলেছে ৷ একের পর এক বিক্ষোভ, প্রতিবাদের মুখে এমনকী, নির্মাতারা বাধ্য হয়েছেন ছবিটির মুক্তি পিছিয়ে নিতে ৷ লাগাতর বিক্ষোভের পর নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই মুক্তির আগেই মধ্যপ্রদেশ ও রাজস্থানে নিষিদ্ধ হয়েছে পদ্মাবতী ৷ তার ওপর করণি সেনাদের চোখ রাঙানি ৷ দীপিকার নাক কেটে দেওয়ার হুমকি ৷ এই অবস্থায় বলিউড পাশে এসে দাঁড়িয়েছেন বনশালি ও দীপিকার ৷ শাবনা আজমি, কমল হাসান ও জাভেদ আখতারের মতো ব্যক্তিত্বরা সোজাসাপটা পদ্মাবতী বিতর্কে মুখ খুলেছেন ৷
অন্যদিকে বনশালির পাশে রয়েছেন আমির খান ও শাহরুখ খানও ৷ দীপিকাকে রোজ ফোন করে খোঁজ নিয়েছেন এই দুই খান ৷ সূত্রের খবর অনুযায়ী, দীপিকাকে হুমকি দেওয়ার কথা শুনেই তাঁকে ফোন করেন আমির খান ৷ জানা গিয়েছে, গোটা ঘটনাটি নিয়ে প্রায় এক ঘণ্টা মতো দীপিকার সঙ্গে কথাও বলেন আমির ৷ আমির দীপিকাকে জানিয়েছে, যেকোনও দরকারে তিনি রয়েছেন দীপিকার পাশে ৷
advertisement
তবে শুধু আমিরই নয়, শাহরুখও নিয়মিত ফোন করছেন দীপিকাকে ৷ আর জানিয়েছে, যখনই দরকার লাগবে, তখনই তিনি পৌঁছে যাবেন !
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2017 2:06 PM IST