IFFM 2024: প্রদর্শিত হল 'পদাতিক', 'কাবুলিওয়ালা', মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির জয়জয়কার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
IFFM 2024: ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM 2024)-এ বাংলা ছবির জয়জয়কার৷ চলতি বছর মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমা বিশেষ জায়গা করে নিয়েছে৷
কলকাতা: ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM 2024)-এ বাংলা ছবির জয়জয়কার৷ চলতি বছর মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমা বিশেষ জায়গা করে নিয়েছে৷ একটি অসাধারণ নির্বাচন উপস্থাপন করতে পেরে গর্বিত, যা বাংলা সিনেমার গভীরতা এবং সমৃদ্ধি প্রদর্শন করে। এই বছরের লাইনআপে আকর্ষণীয় আখ্যান এবং অসামান্য পারফরম্যান্স রয়েছে যা দর্শকদের মোহিত করার এবং বাংলা সিনেমার গৌরবকে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে। কোন কোন সিনেমা রয়েছে তালিকায়, তা জেনে নিন৷
পদাতিক
পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ ছবিটি মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে৷ যা সকলের মন কেড়ে নিয়েছে৷ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ, বিজন ভট্টাচার্য, ধৃতিমান চট্টোপাধ্যায় -সহ আরও অনেকে। চঞ্চল চৌধুরী, এবং মনামী ঘোষে অভিনয়ের মাধ্যমে মানবিক সম্পর্ক এবং সামাজিক প্রত্যাশার জটিলতাগুলিকে ব্যাখ্যা করেছে।

advertisement
advertisement
কাবুলিওয়ালা
কাবুলিওয়ালা ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ। কাবুলিওয়ালা কাবুলের একজন ব্যক্তির কালজয়ী গল্পকে জীবন্ত করে তুলেছে৷ কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং খুদে অভিনেত্রী অনুমেঘার কাহালি এই ছবিতে দারুণ অভিনয় করেছেন৷ কাবুলিওয়ালা ও মিনির দুর্দান্ত জুটি এবং তাঁদের স্পর্শকাতর বন্ধন সকলের মন কেড়ে নিয়েছে৷ ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুমেঘা কাহালি ছাড়াও আবির চ্যাটার্জি এবং সোহিনী সরকারও অভিনয় করেছেন৷
advertisement

দ্য কালার ইয়েলো
সৌরসেনী মৈত্র অভিনীত মধুরিমা সিনহা পরিচালিত ‘দ্য কালার ইয়েলো’ শর্ট ফিল্মটি মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে৷ । ‘দ্য কালার ইয়েলো’-এ সৌরসেনী মৈত্র মর্মস্পর্শী অভিনয় করেছেন, যা দৃশ্যত আকর্ষণীয় ও সকলের নজর কেড়েছে৷
advertisement

এই চলচ্চিত্রগুলো বাংলা চলচ্চিত্রের উৎকর্ষ ও বৈচিত্র্যের উদাহরণ দেয়, মানুষের অভিজ্ঞতাকে সংবেদনশীলতা ও শৈল্পিকতার সঙ্গে ধারণ করে। মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে এই ছবিগুলি প্রদর্শন করতে পেরে রোমাঞ্চিত, শ্রোতাদের এমন গল্পগুলির সঙ্গে জড়িত হওয়ার সুযোগ দেয় যা বাংলার সাংস্কৃতিক এবং মানসিক ল্যান্ডস্কেপগুলিকে প্রতিফলিত করে যা মানবিক আবেগের সমৃদ্ধি এবং বাঙালি চলচ্চিত্র নির্মাতাদের শৈল্পিকতাকে উদযাপন করে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 4:24 PM IST