হঠাৎই ছন্দপতন! সোশ্যাল মিডিয়া সেনসেশন রাণু মন্ডল এখন কোথায়, কী অবস্থায় রয়েছেন ?

Last Updated:

রানাঘাট স্টেশনে ভবঘুরে এই দরিদ্র মহিলার সুরেলা কণ্ঠকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি।

#কলকাতা:  রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন রাণু মন্ডল ৷ সোশ্যাল মিডিয়ায় রাণু হয়ে উঠেছিলেন ভাইরাল ৷ শুধু তাই নয়, গান গাওয়ার ডাকও পেয়েছিলেন মায়ানগরী থেকে ৷ রানাঘাট স্টেশন থেকে শুরু হয়েছিল তাঁর যাত্রা৷ লতার গান গেয়ে রীতিমত তারকার সম্মান পেয়েছেন রাণু ৷হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন ৷
রানাঘাট স্টেশনে ভবঘুরে এই দরিদ্র মহিলার সুরেলা কণ্ঠকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন অতীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি। এরপর রানাঘাট স্টেশনের রাণুর জীবন পাল্টে যায় ৷ সেই সময় তিনি যা করছিলেন, যেমন জামা কাপড় পরা থেকে  গান গাওয়া বা কী কথা বলছিলেন সবকিছু তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ গত বছর সমস্ত পুজো প্যান্ডেলে তাঁর গাওয়া গান ‘তেরি মেরি কাহানি’ বাজতে শোনা যায় ৷ খুব অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছিলেন তিনি ৷ কিন্তু এখন কোথায় রাণু মন্ডল ?
advertisement
এখন যেন আবার সবাই তাঁকে ভুলে গিয়েছে ৷ ২০১৯ সালে হিমেশ রেশমিয়ার সঙ্গে তিনটি গান রেকর্ড করেছিলেন রাণু মন্ডল ৷ তবে বর্তমানে কেউ তাঁর বিষয়ে কিছুই জানে না ৷ সূত্রের খবর অনুযায়ী, কয়েকদিনের জনপ্রিয়তার পর রাণুর জীবনে ফের যেন নেমে এসেছে অন্ধকার ৷ করোনা ভাইরাসের জেরে এমনিতেই সকলকে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ এই মুহূর্তে লতাকন্ঠী রাণুকে মুম্বইয়ে কেউ কাজ দিচ্ছেন না ৷ এর জেরে বেশ সমস্যায় পড়তে হয়েছে তাঁকে ৷
advertisement
advertisement
জনপ্রিয়তার পাশাপাশি রাণুকে নিয়ে একাধিকবার বির্তকেরও সৃষ্টি হয়েছে ৷ প্রচারের আলোয় চলে এসে তিনি একাধিক সাক্ষাৎকারে বিভিন্ন অহংকারী কথাবার্তা বলেছেন। বাস্তব জীবনেও যখন লোক তাকে চিনতে পেরে তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গিয়েছে তিনি তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন।
এই মুহূর্তে রানাঘাটের এই লতা কন্ঠীর অবস্থা বিশেষ ভাল নয়। পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে সিফ্ট করেছিলেন রানু ৷ কিন্তু হাতে কাজ না থাকায় ফের পুরনো জায়গায় ফিরে যেতে হয়েছে রানুকে বলে জানা গিয়েছে ৷ বলিউডে রানু কোনও কাজ পাচ্ছিলেন না এবং তাঁর আর্থিক অবস্থা বর্তমানে বেশ খারাপ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হঠাৎই ছন্দপতন! সোশ্যাল মিডিয়া সেনসেশন রাণু মন্ডল এখন কোথায়, কী অবস্থায় রয়েছেন ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement