Oscars 2023 : অনাথ হাতি রঘুর সঙ্গে তার মানুষ-দোসরদের সম্পর্কেই বাজিমাত! অস্কারের মঞ্চে এ বার 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Oscars 2023 : আসন্ন অস্কারের মঞ্চে ১৫ টি তথ্যচিত্রমূলক স্বল্পদৈর্ঘ্যের ছবির মধ্যে অন্যতম কার্তিকি গঞ্জালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স
তামিল ভাষায় তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' মনোনীত হল ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার জন্য। আসন্ন অস্কারের মঞ্চে ১৫ টি তথ্যচিত্রমূলক স্বল্পদৈর্ঘ্যের ছবির মধ্যে অন্যতম কার্তিকি গঞ্জালভেস পরিচালিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।
মঙ্গলবার অস্কারের ২৩ টি বিভাগে মনোনয়নগুলি ঘোষণা করেন হলিউড তারকা রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস। অস্কার অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ।
অনাথ হাতির সঙ্গে তার পালকদের সম্পর্কের অটুট বন্ধন ঘিরেই আবর্তিত হয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর পটভূমি। শিক্ষা এন্টারটেইনমেন্টের গুণীত মোঙ্গা এবং অচিন জৈন প্রযোজিত এই তথ্যচিত্রের কেন্দ্রে আছেন দক্ষিণ ভারতীয় দম্পতি বোম্মান এবং বেলি।
advertisement
advertisement
#Oscars2023 | India's 'The Elephant Whisperers' nominated in Documentary Short Film category pic.twitter.com/omXljpptS9
— ANI (@ANI) January 24, 2023
আরও পড়ুন : আর আর আর-এর জয়জয়কার অব্যাহত, অস্কারের জন্য মনোনীত 'নাটো নাটো' গান
অনাথ হস্তীশাবক রঘুর ভরণপোষণের জন্য জীবন পণ করতেও রাজি এই দম্পতি। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ডকু শর্ট ফিল্ম চরম প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে।
advertisement
এখানেই শেষ নয়। ভারতীয়দের জন্য অস্কারের মঞ্চে আরও আশার আলোও রয়েছে। শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'-ও মনোনীত হয়েছে বেস্ট ফিচার ডকুমেন্টারি বিভাগে। এছাড়া তেলুগু ব্লকবাস্টার 'আরআরআর' তো রয়েইছে তার 'নাটু নাটু' গানের জন্য। অস্কারে বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনীত হয়েছে এই গানটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 9:38 PM IST