Oscars 2022: তুমুল কাণ্ড Oscar মঞ্চে! বউকে নিয়ে কুরুচিকর রসিকতা, সঞ্চালককে সপাটে চড় Will Smith-এর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Oscars 2022: স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে সোজাসুজি অস্কারের মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে একটি থাপ্পড় মেরে বসেন উইল স্মিথ। কী এমন বলেছিলেন ক্রিস?
#অস্কার ২০২২: আন্তর্জাতিক সিনেমার সেরা মঞ্চ অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ। আর সেখানেই এবার তোলপাড় (Oscars 2022) বিতর্ক। মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় কষালেন উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় চোখ কপালে সবার।
কিন্তু কী ঘটেছিল ওই মুহূর্তে? জানা গিয়েছে, তাঁর স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে সোজাসুজি অস্কারের (Oscars 2022) মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে একটি থাপ্পড় মেরে বসেন উইল স্মিথ। যিনি ঘটনাচক্রে, তার কিছুক্ষণের মধ্যেই ‘কিং রিচার্ড’ ছবিতে তাঁর অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান।
advertisement
advertisement
চটুল রসিকতা খুব একটা নতুন নয় অস্কার মঞ্চে। এদিনও অনুষ্ঠানে ভারতীয় সময় সোমবার সকালে অস্কারের মঞ্চে উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক। একে একে সকলের কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জেডা স্মিথ প্রসঙ্গে। ক্রিস রকম বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জেডা। দর্শকাসনে একেবারে সামনের সারিতে সবুজ গাউন পরিহিতা জাডা ওই মন্তব্য শুনে দৃশ্যতই অসন্তুষ্ট হন। তাঁর মুখভঙ্গিতে তা স্পষ্ট বোঝাও যাচ্ছিল।
advertisement
বস্তুত, ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তাঁর মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে ডেজার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তাঁর চুল নেই। স্বভাবতই ক্রিস রকের রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ।
Will Smith just punched Chris Rock and told him "keep my wife's name out of your f***ing mouth" pic.twitter.com/1f1ytdbMRv
— CJ Fogler (@cjzer0) March 28, 2022
advertisement
এরপরেই মঞ্চে (Oscars 2022) উঠে তিনি চড় মারেন ক্রিস রককে। যদিও অনেকে প্রথমে ভেবেছিলেন, এটি আগে থেকে ঠিক করে রাখা ঘটনা। কিন্তু পরে দেখা যায়, এই ঘটনায় উইল সত্যিই রেগে গিয়েছেন। এবং তিনি গালিগালাজ করে বলেন, তাঁর স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।
advertisement
এদিনই উইল ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান। তবে সেই পুরস্কার নিতে নিতেও তিনি কাঁদতে থাকেন ঘটনার আকস্মিক প্রতিক্রিয়ায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 10:56 AM IST