One Act Drama Competition: মোবাইল নয়, মঞ্চে থাকুক চোখ, পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে একাঙ্ক নাটকের প্রতিযোগিতার উদ্যোগ

Last Updated:

One Act Drama Competition: কম সময়ে নাটকটি উপস্থাপিত করতে হয় বলে জানা যায়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটকমুখী করার লক্ষ্যে এবং সংস্কৃতি চেতনা বৃদ্ধির লক্ষ্যেই এই বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে l

+
একাঙ্ক

একাঙ্ক নাটক

আলিপুরদুয়ার: শিশু-কিশোরদের মনে সংস্কৃতি চর্চা জাগ্রত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে ফালাকাটায়। একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে। বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে ফালাকাটা ড্রামাটিক হলেl
দু’দিনব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় ফালাকাটা ব্লকের ৯টি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করেছে। ফালাকাটা ড্রামাটিক হল কমিটির পক্ষ থেকে নাটকের আয়োজন বছরের প্রতি সময় করা হয়। একাঙ্ক নাটক বর্তমানে বিলুপ্তপ্রায়। এই নাটকের মুল বৈশিষ্ট নাটকটিকে সরলভাবে উপস্থাপিত করা।
advertisement
advertisement
এই বিলুপ্তপ্রায় নাটকটি সম্পর্কে আগেই প্রতিটি স্কুলে বোঝানো হয়েছে কমিটির তরফে। দীর্ঘ সময় নয়, খুব কম সময়ে নাটকটি উপস্থাপিত করতে হয় বলে জানা যায়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটকমুখী করার লক্ষ্যে এবং সংস্কৃতি চেতনা বৃদ্ধির লক্ষ্যেই এই বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছেl বর্তমান সময়ের যুবসমাজ মোবাইলের দিকে আসক্ত হচ্ছে, সেখান থেকে তাদেরকে বেরিয়ে এসে সংস্কৃতি চর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজনl
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/বিনোদন/
One Act Drama Competition: মোবাইল নয়, মঞ্চে থাকুক চোখ, পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে একাঙ্ক নাটকের প্রতিযোগিতার উদ্যোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement