#মুম্বই:নেপোটিজম বিতর্ক নিয়ে প্রথম থেকেই করণের সঙ্গে লড়াইয়ে নেমেছেন কঙ্গনা রানাওয়াত ৷ সেই কফি উইথ করণ থেকে এর সূত্রপাত ৷ তারপর যখনই সুযোগ এসেছে করণ কঙ্গনাকে, কঙ্গনা করণকে বাকযুদ্ধে একবারে নাস্তানবুদ করেছেন ৷ খোলাখুলি সমালোচনাও করেছেন৷
প্রথমে নিজের সোশ্যাল মিডিয়াতে এবং সম্প্রতি টেলিভিশন চ্যানেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও বলিউডে নেপোটিজম বিতর্ক নিয়ে সরাসরি কঙ্গনা নাম করেছেন করণ জোহর, মহেশ ভাটের মতো ব্যক্তিত্বদের ৷ আর কঙ্গনার এই টেলিভিশন সাক্ষাৎকার রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে বলিউডে ৷
ঠিক এই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো করণ জোহরের এক পুরনো ভিডিও৷ যেখানে করণ স্পষ্টই কঙ্গনার উদ্দেশ্যে জানালেন, ‘যদি ইন্ডাস্ট্রি এতই খারাপ হয়, তাহলে কঙ্গনা বেরিয়ে যাক !’
ইতিমধ্যেই জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে করণ জোহরকেও পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে ৷ গত শনিবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকেও পুলিশ জেরা করেছে ৷ তার আগে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকেও জেরা করা হয়েছিল ৷