অপছন্দ হলে বলিউড থেকে বেরিয়ে যাক ! প্রকাশ্যে কঙ্গনার সম্পর্কে উক্তি করণের
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
নেপোটিজম বিতর্ক নিয়ে প্রথম থেকেই করণের সঙ্গে লড়াইয়ে নেমেছেন কঙ্গনা রানাওয়াত ৷
#মুম্বই: নেপোটিজম বিতর্ক নিয়ে প্রথম থেকেই করণের সঙ্গে লড়াইয়ে নেমেছেন কঙ্গনা রানাওয়াত ৷ সেই কফি উইথ করণ থেকে এর সূত্রপাত ৷ তারপর যখনই সুযোগ এসেছে করণ কঙ্গনাকে, কঙ্গনা করণকে বাকযুদ্ধে একবারে নাস্তানবুদ করেছেন ৷ খোলাখুলি সমালোচনাও করেছেন৷
প্রথমে নিজের সোশ্যাল মিডিয়াতে এবং সম্প্রতি টেলিভিশন চ্যানেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও বলিউডে নেপোটিজম বিতর্ক নিয়ে সরাসরি কঙ্গনা নাম করেছেন করণ জোহর, মহেশ ভাটের মতো ব্যক্তিত্বদের ৷ আর কঙ্গনার এই টেলিভিশন সাক্ষাৎকার রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে বলিউডে ৷
This the clip Kangana is talking about, Karan telling her to leave and people applauding. He attacked her on an international summit #KanganaSpeaksToArnab pic.twitter.com/ODl0jTHaxe
— Navi (@NaviKRStan) July 18, 2020
advertisement
advertisement
ঠিক এই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো করণ জোহরের এক পুরনো ভিডিও৷ যেখানে করণ স্পষ্টই কঙ্গনার উদ্দেশ্যে জানালেন, ‘যদি ইন্ডাস্ট্রি এতই খারাপ হয়, তাহলে কঙ্গনা বেরিয়ে যাক !’
ইতিমধ্যেই জানা গিয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে করণ জোহরকেও পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে ৷ গত শনিবার যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকেও পুলিশ জেরা করেছে ৷ তার আগে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকেও জেরা করা হয়েছিল ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2020 7:59 PM IST