মাচায় 'সিটি' বাজাচ্ছেন ঐন্দ্রিলা ! নেচে-গেয়ে জমালেন মঞ্চ ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
মঞ্চে কালো পোশাকে, 'সিটি বাজায়ে' গান গাইছেন ঐন্দ্রিলা।
#কলকাতা: ঐন্দ্রিলা সেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বিশেষ করে ছোট পর্দায় অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে বড় পর্দাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। ঐন্দ্রিলা 'ফাগুন বউ' সিরিয়ালে সব থেকে বেশি খ্যাতি পেয়েছেন। অভিনেতা বিক্রমের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। অভিনেতা অঙ্কুশ ও ঐন্দ্রিলার প্রেম কাহিনি এখন সকলের জানা।
দু'জনকে মাঝে মধ্যেই এক সঙ্গে থাকতে দেখা যায়। বেড়াতে যান দু'জনে এক সঙ্গে। কিছুদিন আগেই করোনার দ্বিতীয় ঢেউ এতটা বেড়ে ওঠার আগে বিদেশে গিয়ে আটকে পড়েছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। সেখানেই করোনা হয়েছিল ঐন্দ্রিলার। তাই দেশে না ফিরে হোটেলেই থেকে গিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
advertisement
advertisement
টলিউড থেকে বলিউড শিল্পীরা অভিনয় ছাড়াও আর একটি জায়গায় জনপ্রিয় হয়ে ওঠেন। তা হল স্টেজ পারফর্মান্স। গ্রামে গঞ্জে গিয়ে মঞ্চ মাতাতে দেখা যায়, প্রসেনজিৎ থেকে জুহি চাওলাকে। কেউ বাদ যান না। এবার তেমনই এক মঞ্চে পাওয়া গেল ঐন্দ্রিলাকে। ভিডিওটি কয়েক মাস আগের। গত বছর নভেম্বর মাসের। সাধারণত শীতের রাতেই এই ধরণের অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়।
advertisement
মঞ্চে কালো পোশাকে, 'সিটি বাজায়ে' গান গাইছেন ঐন্দ্রিলা। তবে তার আগে সঞ্চালক মজা করে বলছেন তুমি অঙ্কুশের হাজরা সারনেম ব্যবহার করবে বিয়ের পর? ঐন্দ্রিলা হাজরা, এর থেকে তো সেন অনেক ভালো। এই নিয়ে খানিক খুনসুটি চলে তাঁদের মধ্যে। তারপর ফাগুন বউয়ের মিষ্টি ঐন্দ্রিলা হঠাৎ করেই হয়ে ওঠেন অন্যরকম। সকলকে গান গাইতে বলেন। নিজেও গান গাইতে গাইতে নাচতে থাকেন। সে এক অন্য দৃশ্য। হাততালিতে ভরে যায়। তবে এভাবে মঞ্চ মাতানোটাও একটা শিল্প বটে। দক্ষতার সঙ্গে তা পালন করেছেন ঐন্দ্রিলা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2021 7:53 PM IST