অক্টোবর রিভিউ: কুয়াশা, শিউলি ও নিশ্চুপ ভালোবাসার গল্প

Last Updated:

ছবির এক সংলাপেই রয়েছে, শিউলি ফুলের অস্তিত্ব ক্ষণিকের ৷ ওই অক্টোবর মাসে গাছ ভরে ফুল আসে, আর ভোর হতেই সব ফুল মাটিতে ৷ তাই তো শিউলি-র আরেক নাম ‘ফাউন্টেন অফ ফ্লাওয়ার’ ৷

#কলকাতা: ছবির এক সংলাপেই রয়েছে, শিউলি ফুলের অস্তিত্ব ক্ষণিকের ৷ ওই অক্টোবর মাসে গাছ ভরে ফুল আসে, আর ভোর হতেই সব ফুল মাটিতে ৷ তাই তো শিউলি-র আরেক নাম ‘ফাউন্টেন অফ ফ্লাওয়ার’ ৷ সুজিত সরকার বাঙালির অতি পরিচিত, অতি প্রিয় ফুলকে যে এভাবে এক অপুর্ণ ভালোবাসার গল্পের সঙ্গে মিশিয়ে দেবেন, তা ‘অক্টোবর’ ছবি তৈরি না হলে বোঝা সম্ভব ছিল না ৷ তাই তো নায়িকার নামে শিউলি, এক দুর্ঘটনা আর গোটা ছবি জুড়ে শিউলি বিদায়ের অপেক্ষা ৷ আর সেই অপেক্ষা কখনও কুয়াশা মাখা, কখনও শিশির ভেজা হয়ে সিনে ক্যানভাসে ছড়িয়ে পড়ে ৷ এই ছবির গতি শ্লথ ! ঠিক যেন ধীরে ধীরে ফুল ফোটা, তারপর সেই ফুল ঘাসের ওপর ছড়িয়ে পড়া ৷ পুরো ঘটনাটাই যেন এই দ্রুত যুগের বিপরীতে ৷ আর তা ইচ্ছে করেই করেছেন পরিচালক ৷ এ গল্প তাড়াহুড়ো করে বলা সম্ভব নয় !কারণ এই গল্পের মূলই হল, একজন বেঁচে থাকার দিন গুণছে, আর তার আশপাশের মানুষজন নিশ্চুপ!

অক্টোবর

5/5
undefined undefined ১৩|হিন্দিNaN hrs NaN mins|ড্রামা
Starring:বরুণ ধাওয়ান, বনিতা সাধু, গীতাঞ্জলি রাওDirector:সুজিত সরকারMusic:শান্তনু মৈত্র
Watch Trailer
সিনেমার ট্যাগ লাইনে সঠিক কথাই ব্যবহার করেছেন পরিচালক, এটা ভালোবাসার গল্প নয়, বরং গল্পে ভালোবাসা ! ‘অক্টোবর’ ছবিতে নায়ক রয়েছেন, নায়িকাও রয়েছেন ৷ রয়েছেন নায়ক-নায়িকার বাবা-মা ! কিন্তু নায়ক-নায়িকার প্রেম অব্যক্ত, নৈশব্দে ভরপুর ৷ ঠিক যেমন, ছবির এক দৃশ্যে চোখের ইশারায় নায়িকার প্রেমের সমর্থন ! কিংবা হাসপাতালের বিছানায় নায়িকার পায়ের সামনে নায়কের নিজের ছবি রেখে আসা !
advertisement
সুজিতের ‘অক্টোবর’ জুড়ে কোথাও প্রেম নেই ! রয়েছে অপেক্ষা ৷ তা কখনও প্রেমের সন্ধান দেয়, আবার কোনও কোনও দৃশ্য শুধুই পাশে থাকার কথা বলে যায় ৷ তাই তো বহুদিন পর হাসপাতালে নায়ক, অসুস্থ নায়িকাকে দেখতে এলে নায়িকা রেগে যান ! আর তাই হয়তো ছবি শেষে নায়িকার প্রিয় শিউলি গাছটিকে আগলে রাখে নায়ক !
advertisement
advertisement
দিল্লির এক পাঁচতারা হোটেলে ট্রেনিংয়ে ব্যস্ত ড্যান ওরফে বরুণ ধাওয়ান ৷ সঙ্গে রয়েছেন শিউলি ওরফে বনিতা সাধু ৷ ড্যানের ‘পাগলাটে’ স্বভাবের জন্য যতটা কুখ্যাত ড্যান, ততটাই জনপ্রিয়! তাই তো বিপদে, আপদে বন্ধুরা পাশে দাঁড়াচ্ছে, এমনকী, সবসময় রেগে থাকা বসও আগলে রেখেছে তাঁকে ৷ শিউলি আর ড্যান, যে ছবির নায়ক-নায়িকা, তা অন্তত ছবির প্রথম কুড়ি মিনিটে বোঝা সম্ভব নয় ৷ কিন্তু একটা দুর্ঘটনা, ছবির গল্পকে ঘুরিয়ে দেয় ৷ সঠিক অর্থে বলতে গেলে, নায়িকার একটি সংলাপ, ‘কোথায় ড্যান ?’ গোটাটাই হয়ে ওঠে ছবির প্লট ৷ আর বাদ বাকিটা সুজিত বুনেছেন কবিতার মতো ৷ সঙ্গী চিত্রনাট্যকর জুহি চতুবের্দী, চিত্রগ্রাহক অভিক মুখোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক শান্তুনু মৈত্র ৷ ছবিতে একটিও গান নেই ৷ কিন্তু আবহসঙ্গীতে শান্তনু ছবির পাশাপাশি অন্য গল্প বলেছেন ৷ যা মনে রাখার মতো ৷
advertisement
এই ছবিতে অবাক করেছেন বা বলা ভালো সবচেয়ে শক্তিশালী খুঁটিই হলেন বরুণ ধাওয়ান ! এর আগে ‘বদলাপুর’ ছবিতে তিনি দেখিয়েছেন, শুধু নাচ,গান, কমেডি নয় ৷ বরুণ পারেন চরিত্রে মধ্যে ঢুকে, সব কিছুকে নিংড়ে বের করে আনতে ! ‘অক্টোবর’-এ তিনি মুগ্ধ করেছেন ৷ এই ছবির জন্য যে তিনি দিনরাত পরিশ্রম করেছেন, তা প্রত্যেকটি দৃশ্যে স্পষ্ট !
advertisement
সংলাপ হাতে গোনা ৷ শুধু অভিব্যক্তি দিয়ে কীভাবে নজর কেড়ে নিতে হয়, তা বনিতা সাধু দেখিয়ে দিয়েছেন ৷ যা কিনা সোজা আপনার হৃদয়ে গিয়ে বিঁধবে ৷ বলতে হয় ছবিতে শিউলি-র মা অভিনেত্রী গীতাঞ্জলি রাও-এর পাওয়ারফুল অভিনয়ের কথা ৷
সহজ কথায় বলতে গেলে অক্টোবর ছবিটি জীবনের দু’পিঠের কথা বলে, একদিকে কঠোর আর অন্যদিকে মনের ভিতরে লুকিয়ে থাকা একটা নরম দিক ৷ যা কিনা কখনও প্রকট, বেশিরভাগ সময়টাই প্রচ্ছন্ন, গোপন ! ‘অক্টোবর’ অপেক্ষার কথা বলে, যে ভালোবাসার অপেক্ষা, যেখানে সম্পূর্ণতা নেই ৷ শুধুই ভেজালহীন এক প্রেম ! ছবির নামে একটি মাসের নাম থাকলেও, ছবিতে গোটা এক জীবনের গল্প বললেন পরিচালক সুজিত সরকার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্টোবর রিভিউ: কুয়াশা, শিউলি ও নিশ্চুপ ভালোবাসার গল্প
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement