কয়েক মাসে এত পরিবর্তন! অজয়-তনয়াকে চেনাই দায়, নায়সার নতুন ছবি দেখেছেন কি

Last Updated:

অতীতেও একাধিক বার শিরোনামে উঠে এসেছেন নায়সা। মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে। হইহুল্লোড়ের লেন্সবন্দি মুহূর্তগুলি অনায়াসেই ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

#মুম্বই: এক ঢাল খোলা চুল, ভারী কাজের লেহঙ্গা, যত্নে করা মেক আপ, হালকা গয়না। দীপাবলি উপলক্ষে এমন সাজেই সেজে উঠেছিলেন নায়সা দেবগণ। অজয় দেবগণ এবং কাজলের কন্যা। আর এই সাজপোশাকের কারণেই ফের শিরোনামে বলিউডের এই তারকা-সন্তান। মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর 'পরিবর্তন' চাক্ষুস করে অবাক বলিপাড়ার সিংহভাগ। কী ভাবে অজয়-তনয়া বদলে গেলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন নেটিজেনরাও।
advertisement
সম্প্রতি তাঁর বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পোশাকশিল্পী অনিতা ডোংরে। তার পরেই একাধিক কটাক্ষ ধেয়ে আসে অজয়-তনয়ার দিকে। অনেকেই মন্তব্য করেছেন, "নায়সাকে তো চেনাই যাচ্ছে না।" কেউ কেউ আবার মন্তব্য বাক্সেই তাঁর সেই পরিবর্তনের কারণ অনুধাবনের চেষ্টা করেছেন।
advertisement
View this post on Instagram

A post shared by Anita Dongre (@anitadongre)

advertisement
এই প্রথম নয়। অতীতেও একাধিক বার শিরোনামে উঠে এসেছেন নায়সা। মাঝেমধ্যেই বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে। হইহুল্লোড়ের লেন্সবন্দি মুহূর্তগুলি অনায়াসেই ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। আর সেই কারণেই একাধিক বার নিন্দার ঝড় উঠেছে তাঁকে ঘিরে। এত কম বয়সে তাঁর মদ্যপান করা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
advertisement
ব্য়ক্তিগত জীবন নিয়ে আগাগোড়াই চুপ থেকেছেন নায়সা। তবে তাঁকে ঘিরে কৌতুহলের যেন অন্ত নেই। ইদানীং ওরহান আবর্তমানি নামে এক যুবকের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর সঙ্গে অজয়-কন্যার বন্ধুত্ব নিয়েও চর্চা কিছু কম নয়।
advertisement
শোনা গিয়েছিল, খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন নায়সা। তার জন্যই কি এই আকস্মিক পরিবর্তন? জানার উপায় নেই। তবে অজয় জানিয়েছিলেন,  তাঁর মেয়ের  অভিনয়ে আসার কোনও পরিকল্পনা আপাতত নেই। তবে বড় পর্দায় কবে তাঁকে দেখা যাবে, তা নিয়ে জল্পনার শেষ নেই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
কয়েক মাসে এত পরিবর্তন! অজয়-তনয়াকে চেনাই দায়, নায়সার নতুন ছবি দেখেছেন কি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement