Nusrat Jahan Yash Dasgupta : নুসরত না যশ, কে বেশি খেয়াল রাখে? দাদাগিরির মঞ্চে যশরতের প্রেমের আখ্যান
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan Yash Dasgupta : এবার দাদাগিরি-র মঞ্চে নিজেদের সম্পর্কের রসায়ন ফাঁস করবেন যশরত। অন্তত এপিসোডের প্রোমো সেই কথাই বলছে।
#কলকাতা: টলি পাড়ার অন্যতম চর্চিত কাপল নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। দুই তারকার মধ্যে সম্পর্ক নিয়ে বরাবরই নেটিজেনদের মধ্যে কৌতুহল তুঙ্গে। একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেও, সম্পর্ক নিয়ে বিশেষ খোলামেলা কথা বলেন না দুজনের কেউই। কিন্তু এবার দাদাগিরি-র মঞ্চে নিজেদের সম্পর্কের রসায়ন ফাঁস করবেন যশরত। অন্তত এপিসোডের প্রোমো সেই কথাই বলছে।
এই প্রথম রিয়্যাল লাইফ জুটি হিসেবে দাদাগিরি-তে এলেন দুজনে। এর আগে ছবির অনস্ক্রিন জুটি হিসেবে এসেছেন। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে, দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে নিজেদের প্রেমের আখ্যান সামনে আনবেন নুসরত ও যশ।
কয়েক ঝলকের প্রোমোতে দেখা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় জিজ্ঞাসা করছেন, "কে কার বেশি খেয়াল রাখে?" প্ৰশ্ন শেষ হতে না হতেই পরস্পরের দিকে দুজনে আঙুল দেখান। আর এই উত্তর পেয়ে সৌরভ বলেন, "এটা খুব ভাল উত্তর।"
advertisement
advertisement
দাদাগিরি সিজন ৯ এর এই এপিসোডে আরও বেশ কয়েকজন তারকা জুটি যেমন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার এবং বাবুল সুপ্রিয় ও তাঁর স্ত্রী রচনাও থাকবেন। প্রোমোটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যশরতের অনুরাগীরা এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন। তবে পাশাপাশি নিন্দুকরা ট্রোল করতেও ছাড়েনি নুসরতকে।
advertisement
এর আগে নিখিল জৈনের সঙ্গে এসেছিলেন নুসরত। আর এবার যশ দাশগুপ্তের সঙ্গে। সেই ঘটনা নিয়ে তির্যক মন্তব্য করেছেন অনেকেই। তবে সেসবে বরাবরের মতোই কান দেননি যশরত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2022 9:48 PM IST