Nusrat Jahan Yash Dasgupta : নুসরত না যশ, কে বেশি খেয়াল রাখে? দাদাগিরির মঞ্চে যশরতের প্রেমের আখ্যান

Last Updated:

Nusrat Jahan Yash Dasgupta : এবার দাদাগিরি-র মঞ্চে নিজেদের সম্পর্কের রসায়ন ফাঁস করবেন যশরত। অন্তত এপিসোডের প্রোমো সেই কথাই বলছে।

নুসরত না যশ, কে বেশি খেয়াল রাখে? দাদাগিরির মঞ্চে যশরত প্রেমের আখ্যান
নুসরত না যশ, কে বেশি খেয়াল রাখে? দাদাগিরির মঞ্চে যশরত প্রেমের আখ্যান
#কলকাতা: টলি পাড়ার অন্যতম চর্চিত কাপল নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। দুই তারকার মধ্যে সম্পর্ক নিয়ে বরাবরই নেটিজেনদের মধ্যে কৌতুহল তুঙ্গে। একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেও, সম্পর্ক নিয়ে বিশেষ খোলামেলা কথা বলেন না দুজনের কেউই। কিন্তু এবার দাদাগিরি-র মঞ্চে নিজেদের সম্পর্কের রসায়ন ফাঁস করবেন যশরত। অন্তত এপিসোডের প্রোমো সেই কথাই বলছে।
এই প্রথম রিয়্যাল লাইফ জুটি হিসেবে দাদাগিরি-তে এলেন দুজনে। এর আগে ছবির অনস্ক্রিন জুটি হিসেবে এসেছেন। প্রোমো দেখেই বোঝা যাচ্ছে, দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে নিজেদের প্রেমের আখ্যান সামনে আনবেন নুসরত ও যশ।
কয়েক ঝলকের প্রোমোতে দেখা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় জিজ্ঞাসা করছেন, "কে কার বেশি খেয়াল রাখে?" প্ৰশ্ন শেষ হতে না হতেই পরস্পরের দিকে দুজনে আঙুল দেখান। আর এই উত্তর পেয়ে সৌরভ বলেন, "এটা খুব ভাল উত্তর।"
advertisement
advertisement
দাদাগিরি সিজন ৯ এর এই এপিসোডে আরও বেশ কয়েকজন তারকা জুটি যেমন লোপামুদ্রা মিত্র ও জয় সরকার এবং বাবুল সুপ্রিয় ও তাঁর স্ত্রী রচনাও থাকবেন। প্রোমোটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যশরতের অনুরাগীরা এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন। তবে পাশাপাশি নিন্দুকরা ট্রোল করতেও ছাড়েনি নুসরতকে।
advertisement
এর আগে নিখিল জৈনের সঙ্গে এসেছিলেন নুসরত। আর এবার যশ দাশগুপ্তের সঙ্গে। সেই ঘটনা নিয়ে তির্যক মন্তব্য করেছেন অনেকেই। তবে সেসবে বরাবরের মতোই কান দেননি যশরত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan Yash Dasgupta : নুসরত না যশ, কে বেশি খেয়াল রাখে? দাদাগিরির মঞ্চে যশরতের প্রেমের আখ্যান
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement