Nusrat-Yishaan I Subhashree-Yuvaan: রাজের বারান্দায় দুই নারী, কোলে সন্তান! ইউভানের সঙ্গে প্লে ডেটে যশ-নুসরতের ছেলে, দেখুন সেই ভাইরাল ছবি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nusrat-Yishaan I Subhashree-Yuvaan: টলিপাড়ার নায়িকাদের ঘরোয়া ছবি মন জয় করেছে ভক্তদের। রাজ-শুভশ্রীর বাড়িতে নুসকত এলেন ছেলেকে নিয়ে। দুই মা এবং দুই সন্তানের ছবি তুললেন পরিচালক নিজেই। ফ্রেমবন্দি হল আদুরে মুহূর্ত।
কলকাতা: দুই নারী, কোলে সন্তান। কারওরই মুখ স্পষ্ট নয়। আর সেই সুযোগে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় খেলায় নামলেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবি দিয়ে প্রশ্ন করলেন, ‘বলুন তো কে?’ চিনতে খুব একটা অসুবিধা হল না। নেটিজেনরা সেই ক্যুইজে ভালই ফল করলেন। ডানদিকে রাজ-ঘরনি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোলে তাঁদের সন্তান ইউভান। বাঁদিকে অভিনেত্রী নুসরত জাহান। তাঁর কোলে যশ দাশগুপ্ত এবং তাঁর সন্তান ঈশান।
ইউভান ও ঈশানের এমন প্লে ডেটের ছবি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। কলকাতার অভিজাত আবাসনের উঁচু তলা থেকে শহর দেখছেন দুই মা। তাঁদের কোলে দুই খুদে। টলিপাড়ার নায়িকাদের ঘরোয়া ছবি মন জয় করেছে ভক্তদের। রাজ-শুভশ্রীর বাড়িতে নুসকত এলেন ছেলেকে নিয়ে। দুই মা এবং দুই সন্তানের ছবি তুললেন পরিচালক নিজেই। ফ্রেমবন্দি হল আদুরে মুহূর্ত।
advertisement
advertisement
advertisement
ইউভানকে কখনওই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেননি তার বাবা-মা। ছেলের হাতেখড়ি, বাইক চড়া, সরস্বতী পুজোর সাজ, স্কুল যাওয়া, প্লে ডেট সব কিছুর ছবি ভিডিও নেটিজেনদের হাতের মুঠোয়। উল্টোদিকে যশ এবং নুসরত নিজেদের ছেলের মুখ পর্যন্ত প্রকাশ্যে আনেননি এখনও। কেবল এক কালীপুজোয় পিছন থেকে ঈশানের ছবি পোস্ট করেছিলেন।
advertisement
জন্মের পর থেকেই এমন কুৎসিত ট্রোলের মুখে পড়েছিল ঈশান, সেই কারণেই সম্ভবত আরও বেশি করে ছেলেকে গ্ল্যামার দুনিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত। রাজও নুসরতের সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ঈশানের মুখ প্রকাশ করলেন না ছবিতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 9:31 AM IST