নুসরত জাহান। বাংলা সিনেমা জগতের প্রথম সারির অভিনেত্রী নুসরতের জন্ম ১৯৯০ সালের ৮ জানুয়ারি। ‘কুইন অব দ্য মিশন স্কুল’ এবং ‘ভবানীপুর কলেজ, কলকাতা’ থেকে পড়াশুনা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদও। নুসরতের প্রথম অভিনীত সিনেমা রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। সেখানে অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি-সহ বহু সিনেমায় চুটিয়ে অভিনয় করছেন বছর দশ ধরে।
নিন্দুকেরা বলে নুসরত জাহান আর বিতর্ক যেন সমার্থক শব্দ! কন্ট্রোভার্সি যে