গৃহবন্দি নুসরত-নিখিল, সুযোগ পেয়ে প্রেমে-আদরে মাখামাখি ! ভিডিও দেখুন

Last Updated:

একেই বলে হয়তো লাভ ইন দ্য টাইম অফ করোনা ৷ আর করোনার জেরে একটু বেশি সময় ধরে দু’জনকে একটু বেশি সময় ধরে কাছে পাওয়া ৷ এই সুযোগ কী আর বেশি আসে?

#কলকাতা: একেই বলে হয়তো লাভ ইন দ্য টাইম অফ করোনা ৷ আর করোনার জেরে একটু বেশি সময় ধরে দু’জনকে একটু বেশি সময় ধরে কাছে পাওয়া ৷ এই সুযোগ কী আর বেশি আসে?
হ্যাঁ, আজকাল প্রায় গৃহবন্দি হয়ে এমনটাই উপলদ্ধি কলকাতার হট কপল নায়িকা ও সাংসদ নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিলের ৷ আর তাই হয়তো ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ফ্যানদের যেমন সচেতন থাকার বার্তা দিচ্ছেন নায়িকা ৷ তার পাশাপাশি চুটিয়ে বরের সঙ্গে প্রেমপর্বও করে চলেছেন নুসরত ৷ নিখিলও অবশ্য কম যা না ৷ একেবারে বলিউড কায়দায় নুসরতকে শোনাচ্ছেন গান৷
advertisement
সম্প্রতি এমনই এক ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন নুসরত ৷ যেখানে দেখা যাচ্ছে সকাল সকালই নুসরতের প্রেমে হাবুডুবু খাচ্ছেন নিখিল ৷ আর নুসরতকে সামনে পেয়ে আয়নার সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন ৷ আর নুসরতকে উদ্দেশ্য করে গেয়ে উঠছেন গানও ৷
advertisement
দেখুন সেই ভিডিও---
https://www.instagram.com/p/B93PXhYBFRgQzEaAOGCpSunFr0bINhp3hclLtQ0/
বাংলা খবর/ খবর/বিনোদন/
গৃহবন্দি নুসরত-নিখিল, সুযোগ পেয়ে প্রেমে-আদরে মাখামাখি ! ভিডিও দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement