Nusraat Faria: আংটিবদলের পর বিচ্ছেদ! প্রেমিকের সঙ্গে দীর্ঘ ন'বছরের সম্পর্কে ইতি নুসরতের
- Published by:Sanchari Kar
Last Updated:
Nusraat Faria: সাত বছর সম্পর্কে থাকার পর ২০২০ সালে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন তাঁরা। কিন্তু শেষমেশ সেই সম্পর্কে ইতি টানলেন তাঁরা।
কলকাতা: দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনেছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া। ব্যক্তিজীবনের বড় এই সিদ্ধান্তের কথা অনুরাগীদের জানালেন তিনি।
নেটমাধ্যমে একটি বিবৃতি জারি করে নুসরত লেখেন, 'তিন বছর আগে আজকের দিনে আমরা বাগদানের কথা ঘোষণা করেছিলাম। অনেক বাধাবিপত্তি পেরিয়ে ন'বছরের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভাগ্যবান যে, আমাদের অসাধারণ একটা বন্ধুত্ব আছে। এই বন্ধুত্ব আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। আমার অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে আমার পাশে থাকার আবেদন করছি।'
advertisement
advertisement
এক বন্ধুর মারফৎ রনি রিয়াদ রশিদের সঙ্গে আলাপ নুসরতের। সেই আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। রনি একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। সাত বছর সম্পর্কে থাকার পর ২০২০ সালে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন তাঁরা। কিন্তু শেষমেশ সেই সম্পর্কে ইতি টানলেন তাঁরা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সে বিষয়ে যদি এখনও কিছু জানা যায়নি।
advertisement
টলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবি করেছেন নুসরত। অঙ্কুশের সঙ্গে জুটি জনপ্রিয়। দিন কয়েক আগেই 'বিবাহ অভিযান ২'-এর শ্যুটে ব্যাংকক উড়ে গিয়েছিলেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 7:00 PM IST