ফের টপলেস কৃষ্ণা !
Last Updated:
“আমার মেয়ে মোটেও ন্যুড ছবি পোস্ট করেনি। ওর গায়ে টাওয়াল ছিল”। প্রথমবার এমনটাই বলেছিলেন বাবা জ্যাকি ৷ কিন্তু এবার কি বলবেন তিনি ? সোশ্যাল মিডিয়ায় যে আবার ভাইরাল ‘ন্যুড কৃষ্ণা’। বিছানায় শুয়ে টপলেস ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
#মুম্বই: “আমার মেয়ে মোটেও ন্যুড ছবি পোস্ট করেনি। ওর গায়ে টাওয়াল ছিল”। প্রথমবার এমনটাই বলেছিলেন বাবা জ্যাকি ৷ কিন্তু এবার কি বলবেন তিনি ? সোশ্যাল মিডিয়ায় যে আবার ভাইরাল ‘ন্যুড কৃষ্ণা’। বিছানায় শুয়ে টপলেস ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
এখনও পা রাখেননি সিনেদুনিয়ায় কিন্তু লাইমলাইটে কি করে আসতে হয়, তা বেশ ভালো মতোই রপ্ত করেছে ফেলেছেন এই সেলেব কন্যা। তবে দেখেশুনে যা মনে হচ্ছে, আপাতত লাইমলাইটে আসতে নিজের শরীরকেই বেছে নিয়েছেন কৃষ্ণা। ছবি না করেও তাই এখন যথেষ্ট জনপ্রিয় তিনি।
তবে কৃষ্ণার বলিউড সফর এখন শুধু সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে, ছেলে টাইগারের পর এবার সিনেদুনিয়ায় পা রাখতে চলেছেন কৃষ্ণা। তবে পর্দার সমানে নয়। কৃষ্ণার ইন্টারেস্ট ক্যামেরার ব্যাকসিটে। শোনা যাচ্ছে করণ জোহরকে অ্যাসিস্ট করবেন কৃষ্ণা। তবে ছবির নাম এখনও জানা যায়নি।
advertisement
advertisement
তবে এটাই প্রথমবার নয়। এর আগেও খবরের শিরোনামে এসেছেন জ্যাকি কন্যা। দাদার প্রথম ছবি ‘হিরোপান্তি’র সাকসেস পার্টিতে ব্রাজিলিয়ান বয়ফেন্ডকে সঙ্গে এনে চমকে দিয়েছিলেন সবাইকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2015 4:27 PM IST