৪ ঘণ্টা টানা জেরা নোরাকে, অভিযোগ, জ্যাকলিনের মতো তাঁকেও উপহারে ভরিয়েছিলেন সুকেশ

Last Updated:

একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি নোরাকে উপহার দিয়েছিলেন সুকেশ। সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নোরা দাবি করেন, তিনি প্রথমে গাড়িটি নিতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে বলেছিলেন যে তার প্রয়োজন নেই।

#নয়াদিল্লি: ২০০ কোটি টাকা আর্থিক তছরুপে এ বার জিজ্ঞাসাবাদ নোরা ফতেহিকে। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ নাম জড়ানোর পর নোরার নামও উঠেছিল আগেই। এই প্রতারণা মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ বারও তাঁকে চার ঘণ্টার জন্য আবার জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।
কেবল জ্যাকলিনকে নয়, নোরাকেও দামি দামি উপহার দিয়েছিলেন প্রতারক সুকেশ। এর আগে কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের সময়ে নোরা দাবি করেছিলেন, ২০২০ সালের ১২ ডিসেম্বরের আগে সুকেশের সঙ্গে তাঁর কথাই হয়নি। যেখানে সুকেশ দাবি করেছিলেন যে তার দুই সপ্তাহ আগে দু'জনের কথা হয়েছিল।
advertisement
advertisement
দিল্লি পুলিশের অপরাধের দমন শাখার বিশেষ কমিশনার রবীন্দ্র সিং যাদব এক সংবাদমাধ্যমকে বলেন, "সুকেশ চন্দ্রশেখর অনেক বলিউড অভিনেত্রীকে দামি দামি উপহার দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। সে কারণেই নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তিনি অভিযুক্ত নাকি সাক্ষী, তা তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আরও দুই-তিনজন নাম বলিউড অভিনেত্রীর নাম উঠে এসেছে। আমরা জ্যাকলিন ফার্নান্ডেজকেও জিজ্ঞাসাবাদ করব।"
advertisement
একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি নোরাকে উপহার দিয়েছিলেন সুকেশ। সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নোরা দাবি করেন, তিনি প্রথমে গাড়িটি নিতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে বলেছিলেন যে তার প্রয়োজন নেই। নোরার কথায়, "তাই আমি ববিকে (নোরার পারিবারিক বন্ধু ববি খান।) এই বিষয়ে জানিয়েছিলাম, ববি সুকেশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিল। আমি ববিকে বলেছিলাম গাড়িটি নিয়ে নিতে।"
advertisement
এই উত্তরের পাল্টা জবাব দিয়েছিলেন সুকেশ। তাঁর দাবি, তিনি সরাসরি নোরাকে গাড়িটি উপহার দিয়েছিলেন এবং পারিবারিক বন্ধুর এই বিষয়ে জড়িতই নন।
সুকেশ-নোরার মধ্যে বিলাসবহুল ব্যাগের মতো দামি উপহারের আদান-প্রদান ছিল কিনা তাও জিজ্ঞাসা করেছিল তদন্তকারী সংস্থা। নোরা দাবি করেন, কখনওই এমন কিছু ঘটেনি। তিনি একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেখানেই তাঁকে প্রকাশ্যে একটি দামি ব্যাগ এবং একটি আইফোন ১২ উপহার দেওয়া হয়।
advertisement
সুকেশ চন্দ্রশেখর অবশ্য বলেছিলেন যে তিনি বলি তারকাকে চারটি ব্যাগ উপহার দিয়েছিলেন, যা নোরা নিজেই বেছে নিয়েছিলেন। তার সঙ্গে কিছু টাকাও। মুম্বইয়ের একটি শপিং মল থেকে নোরার কর্মীরা ব্যাগগুলো নিয়ে গিয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৪ ঘণ্টা টানা জেরা নোরাকে, অভিযোগ, জ্যাকলিনের মতো তাঁকেও উপহারে ভরিয়েছিলেন সুকেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement